Ranveer Singh

আবার একসঙ্গে রোহিত-রণবীর

সব ঠিকঠাক এগোলে দীপাবলির পর থেকেই শুরু হয়ে যাবে নতুন ছবির শুটিং।

Advertisement

দীক্ষা দত্ত

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০ ০১:০৪
Share:

রণবীর সিংহ ও পরিচালক রোহিত শেট্টি আবার জুটি বাঁধতে চলেছেন! এর আগে কপ-ড্রামা ‘সিম্বা’য় রোহিতের পরিচালনায় রণবীর অভিনয় করেছিলেন। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই পরিচালক তাঁর নতুন ছবির গল্প নিয়ে আলোচনাও করে ফেলেছেন রণবীরের সঙ্গে। তবে এটি ‘সিম্বা’র সিকুয়েল নয়। ছবিতে জোরালো অ্যাকশন সিকোয়েন্স থাকবে এবং এ ছবিতে রণবীরকে এমন লুকে দেখা যাবে, যে রূপে আগে তাঁকে দেখা যায়নি। সব ঠিকঠাক এগোলে দীপাবলির পর থেকেই শুরু হয়ে যাবে নতুন ছবির শুটিং। রোহিতের ‘সূর্যবংশী’ ছবির শুটও হয়ে গিয়েছে। অতিমারির কারণে সে ছবির মুক্তি স্থগিত। এ দিকে ‘গোলমাল ফাইভ’-এর কাজ শুরু হতেও দেরি আছে। কারণ অজয় দেবগণের হাতে একাধিক ছবি থাকায় তিনি এখনও সময় দিতে পারেননি রোহিতকে। তাই এই সময়ে রণবীরের সঙ্গে অ্যাকশন ছবিটির কাজ শেষ করে ফেলার ইচ্ছে পরিচালকের। এ দিকে, রণবীর এখন ‘জয়েশভাই জোরদার’-এর পোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত। চলছে ডাবিং। মুক্তির জন্য তৈরি হয়ে রয়েছে তাঁর ‘এইটিথ্রি’ও। তবে রোহিতের ছবিতে কাজ করার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন তিনি। চেহারা বদলে ফেলার হোমওয়র্কও জারি রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement