Himesh Reshammiya

হিমেশ-রানুর ‘তেরি মেরি কাহিনি’‌‌‌‌‌‌‌‌‌‌‌ অফিসিয়াল ভিডিয়োর তিন ঘণ্টায় ভিউ সাড়ে চার লাখ

রানুর রেকর্ড করা সেই গানগুলির অন্যতম ছিল ‘তেরি মেরি কাহিনি’ গানটি। সেই গানেরই অফিসিয়াল ভিডিয়ো বুধবার প্রকাশিত হল ইউটিউবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১০
Share:

রানু মন্ডল। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

বলিউড গায়ক হিমেশ রেশমিয়ার ছবি ‘হ্যাপি, হার্ডি অ্যান্ড হীর’ ছবির একাধিক গান রেকর্ড করতে দেখা গিয়েছিল ‘রানাঘাটের লতা’ রানু মন্ডলকে। সেই সব রেকর্ডিংয়ের ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ধারাবাহিক ভাবে পোস্ট করেছিলেন হিমেশ। রানুর রেকর্ড করা সেই গানগুলির অন্যতম ছিল ‘তেরি মেরি কাহিনি’ গানটি। সেই গানেরই অফিসিয়াল ভিডিয়ো বুধবার প্রকাশিত হল ইউটিউবে।

Advertisement

‘হ্যাপি হার্ডি হীর’-এর রোমান্টিক গান ‘তেরি মেরি কাহিনি’তে ফুটে উঠছে ছবির নায়ক-নায়িকার প্রেম কাহিনি। হিমেশের পাশাপাশি রানুর গলা সেই গানে অন্যমাত্রা যোগ করেছে। হাল্কা সুরের সেই গানে ফুটে উঠছে কেন্দ্রীয় চরিত্রদের প্রেমকাহিনি।

‘হ্যাপি, হার্ডি অ্যান্ড হীর’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন হিমেশ নিজেই। তাঁর বিপরীতে নায়িকের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী সোনিয়া মান। এই দু’জনের মধ্যে সুন্দর সম্পর্ক কী ভাবে ম্লান হয়ে গেল, সেটাই ছবির গল্প।

Advertisement

বুধবার ‘তেরি মেরি কাহিনি’ গানের অফিসিয়াল ভিডিয়ো প্রকাশিত হওয়ার ঘণ্টা তিনেকের মধ্যে প্রায় পাঁচ লক্ষের কাছাকাছি ইউজার দেখে ফেলেছেন সেই ভিডিয়ো।

আরও পড়ুন: পঁয়তাল্লিশ বছরেও সি-বিচে উষ্ণতা ছড়াচ্ছেন এই বলি অভিনেত্রী

আরও পড়ুন: অভিনয়ের তুলনায় বিতর্ক এবং একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কের কারণেই আলোচিত এই নায়িকা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement