Sohini Sarkar

Ranojoy-Sohini: ভরা বর্ষায় আবারও এক হলেন সোহিনী-রণজয়?

আবারও একসঙ্গে রণজয়-সোহিনী? মান ভাঙল নায়িকার? আনন্দবাজার অনলাইনকে জানালেন অভিনেতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ১৩:৩৮
Share:

সোহিনী-রণজয়ের পুনর্মিলন?

প্রেমের জয়। ভরা বর্ষা। ফুরফুরে মেজাজ। আবারও কাছাকাছি সোহিনী সরকার-রণজয় বিষ্ণু। টলিপাড়ায় গুঞ্জন, মান ভেঙেছে নায়িকার। একই টিমের সঙ্গে নাকি শ্যুটও করেছেন দু’জন।

Advertisement

এই তো এপ্রিলের কথা। আচমকা দরত্ব তৈরি হয়েছিল দু’জনের। মার্চে রণজয়ের জন্মদিন পালনের পরই ছন্দপতন। তাঁদের বিচ্ছেদের খবরে তৈরি হয়েছিল শিরোনাম। তারপর দু’মাস পার। ভরা বর্ষায় সম্পর্কের নতুন শুরু রণজয়-সোহিনীর?

আনন্দবাজার অনলাইনের তরফ থেকে রণজয়কে প্রশ্ন করা হয় সোহিনী কেমন আছেন? এক মিনিটও দেরি না করে অভিনেতার উত্তর, “ভাল আছে।” তার মানে প্রেমের চাকা কি নিজের গতিতে আবারও গড়াতে শুরু করেছে? নায়কের গলায় লাজুক হাসি। সরাসরি সোহিনীর সঙ্গে নতুন করে প্রেমের কথা যেমন নাকচ করেননি, আবার স্পষ্ট কোনও উত্তরও দেননি। বরং জিইয়ে রাখলেন ধোঁয়াশা।

Advertisement

বললেন “আমি এই উত্তর দিতে দিতে ক্লান্ত।” অন্য দিকে সোহিনী তখনও চুপ ছিলেন, এখনও চুপ। নায়িকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মেলেনি কোনও উত্তর।

এপ্রিলের এক সোমবার।নায়িকার এক লেখা থেকে শুরু হয়েছিল সব জল্পনার।লিখেছিলেন, ‘বেঁচে আছি বলেই ভুল শুধরে নেব।’ কোনটা ‘ভুল’ ছিল?

ভুল-ঠিকের হিসেবনিকেশ সব যেন তাঁদের প্রিয় পাহাড়ে মেঘের মতো উড়ে গিয়েছে। বিচ্ছেদ ভুলে তাই কি পুনর্মিলন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement