তাঁর ছবির রোমান্টিক গানে শিফন শাড়ির নায়িকা, সুইৎজারল্যান্ডের লাস পর্বতের অসাধারণ লোকেশন আর নায়ক-নায়িকার মাখো মাখো প্রেম, এ সব দেখতে অভ্যস্ত আপামর ভারতবাসীর চোখ। সুইৎজারল্যান্ডের নৈস্বর্গিক সৌন্দর্যকে তাঁর ছবির মধ্যে দিয়ে আরও একটু জনপ্রিয় করে তুলেছেন যিনি তিনি যশ চোপড়া।
জনপ্রিয় এই ভারতীয় পরিচালক-প্রযোজকের অনন্য অবদানকে স্বীকৃতি দিতেই এ বার যশ চোপড়ার ব্রোঞ্চ মূর্তি স্থাপন করল সুইৎজারল্যান্ড সরকার। মূর্তিটির ওজন ২৫০ কিলো। বুধবার এই মূর্তির উদ্বোধনে উপস্থিত ছিলেন যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া এবং পুত্রবধূ রানি মূখার্জি।
আরও পড়ুন...
মেয়ে আদিরার ছবি শেয়ার করলেন রানি?