Ranbir Kapoor

করোনামুক্ত রণবীর কপূর, জানালেন কাকা রণধীর

এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রণধীর জানিয়েছেন যে রণবীর করোনামুক্ত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২১ ১৭:৫২
Share:

রণবীর কপূর।

কিছু সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়েছিলেন রণবীর কপূর। বলিউড অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবর ইনস্টাগ্রামের মাধ্যমে জানিয়েছিলেন তাঁর মা নীতু কপুর। করোনামুক্ত হয়েছেন রণবীর, শনিবার এমনটাই জানিয়েছেন তাঁর কাকা রণধীর কপূর।

এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রণধীর জানিয়েছেন যে রণবীর করোনামুক্ত। তিনি বলেন, “পুরোপুরি সুস্থ রণবীর। ঠিক আছে ও। আমার সঙ্গে দেখা হয়েছে।” তবে রণবীর যে সুস্থ হয়ে উঠেছেন তার আভাস ভক্তরা আগেই পেয়ে গিয়েছিলেন।

রণবীরের দিদি রিধিমা কপূর সাহানি বৃহস্পতিবার একটি ছবি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। নেটমাধ্যমে প্রকাশিত হওয়া সেই ছবিতে দেখা যায় মাস্ক পরে রয়েছেন রিধিমা এবং তাঁর পাশে চশমা পরে বসে রণবীর। প্রয়াত ঋষি কপূরের আত্মার শান্তি কামনায় পুজোর আয়োজন করেছিল কপূর পরিবার। সেই পুজোতে উপস্থিত ছিলেন রণবীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement