Brahmastra

প্রচারে ঘুরে ঘুরে কোমরে ব্যথা আলিয়ার, ক্যামেরার সামনে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে দাঁড়ালেন না রণবীর

আলিয়াকে নিয়ে পোজ দিতে চাইলেন না রণবীর। চিত্রগ্রাহকদের বিনীত ভাবে বললেন, ‘ওর কোমর খুব ভোগাচ্ছে।’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪১
Share:

‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগে অক্লান্ত পরিশ্রম

পাপারাৎজি আলিয়া ভট্টকে ছেঁকে ধরলে এই প্রথম মুখ খুললেন স্বামী রণবীর কপূর। ক্যামেরার সামনে একসঙ্গে পোজ দিতে অস্বীকার করলেন অভিনেতা। কারণ ব্যাখ্যা করলেন নিজেই। চিত্রগ্রাহকদের উদ্দেশে বললেন, আলিয়াকে দাঁড় করিয়ে রাখা যাবে না। অন্তঃসত্ত্বা অবস্থায় যাতায়াতের ধকলে তাঁর কোমরে ব্যথা হচ্ছে বলে জানান অভিনেতা।

Advertisement

‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগে অক্লান্ত পরিশ্রম। হলিউডে ছবির কাজ সেরে দেশে ফেরার পর বিভিন্ন প্রচার অনুষ্ঠানে রণবীরের সঙ্গী হচ্ছেন আলিয়া। হায়দরাবাদ থেকে দিল্লি এবং আরও অনেক জায়গায় ঘুরে ঘুরে তাঁরা ‘ব্রহ্মাস্ত্র’ পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে। কিন্তু বাধ সাধছে শরীর। অন্তঃসত্ত্বা অভিনেত্রী যাতায়াতের পথে অসুস্থ হয়ে পড়ছেন, এমন খবরও শোনা যাচ্ছে। তবু বিশ্রাম নেই। হাসিমুখে সব অনুষ্ঠানে হাজির হচ্ছেন আলিয়া। সন্তান যেমন আসছে, তেমনই ‘ব্রহ্মাস্ত্র’ও যে সন্তানের মতোই। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির সেটেই প্রেমে পড়েছিলেন ‘রণলিয়া’। একসঙ্গে প্রথম বার পর্দা ভাগ করবেন দম্পতি, যে কারণে নিজেদের কাছেও বিশেষ এই ছবি।

বুধবারের এক প্রচার অনুষ্ঠানে যখন একসঙ্গে পোজ দেওয়ার অনুরোধ জানানো হয়, রণবীর বিনীত ভাবে চিত্রগ্রাহকদের বলেন, “ওর কোমরটা খুব ভোগাচ্ছে। ঘুরে ঘুরে বেচারি কাহিল। তাই দাঁড়াতে বলবেন না প্লিজ।” নেটমাধ্যমে সেই ভিডিয়ো ভাইরাল হতেই প্রশ্ন তুলছেন এক দল। বলিউডে প্রসবকালীন প্রচার চালানোর প্রবণতা দেখা দিচ্ছে। যা নেতিবাচক পরিবেশ তৈরি করছে বলে দাবি তাঁদের। কেন বিশ্রাম নিচ্ছেন না আলিয়া? প্রচার অনুষ্ঠানে তাঁর ঘোরার ধকল নেওয়া ‘অহেতুক’ বলেই মনে করছেন কটাক্ষকারীরা।

Advertisement

আগামী ৯ অগস্ট মুক্তি পেতে চলা ‘ব্রহ্মাস্ত্র’ পুরাণ আর ফ্যান্টাসির মিশেলে অতিপ্রাকৃত শক্তির জয়গান গেয়েছে। সেখানে শিব নামক এক অতিপ্রাকৃত শক্তিধর যুবকের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কপূর। অগ্নি-অস্ত্রের অধিকারী শিব। আগুনে তার ক্ষয় নেই। শিবের প্রেমিকার নাম ঈশা। সে সাধারণ মানুষ। যার ভূমিকায় রয়েছেন আলিয়া ভট্ট। এ ছাড়াও রয়েছেন নাগার্জুন, মৌনী রায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement