রণবীর কপূরের নতুন প্রেম! জল্পনা তুঙ্গে বলিউডে

ক্যাটরিনার সঙ্গে ব্রেক আপের পর এখন কার সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর কপূর? বিষয়টা নিয়ে অনেকদিন ধরেই নানা জল্পনা চলছে বি-টাউনে। সম্প্রতি একটা নতুন নাম জুড়েছে রণবীরের সঙ্গে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৬ ১৪:২০
Share:

এখন কার সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর কপূর?

ক্যাটরিনার সঙ্গে ব্রেক আপের পর এখন কার সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর কপূর? বিষয়টা নিয়ে অনেকদিন ধরেই নানা জল্পনা চলছে বি-টাউনে। সম্প্রতি একটা নতুন নাম জুড়েছে রণবীরের সঙ্গে। তিনি পাকিস্তানী অভিনেত্রী মাওরা হোকেন। সম্প্রতি নাকি রণবীর এবং মাওরাকে বেশ ঘনিষ্ঠ ভাবে দেখা গিয়েছে বার্লিনে। বার্লিনে কী করছেন রণবীর এবং মাওরা!
রণবীর নাকি পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর পরবর্তী ছবি নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন সেখানে। অন্য দিকে মাওরা বার্লিনে গিয়েছিলেন ওঁর বোনের জন্মদিন সেলিব্রেট করতে।
এ খবর এখন অনেকেরই জানা যে, এই পাকিস্তানী সুন্দরীর প্রিয় বলিউড অভিনেতার নাম রণবীর কপূর।
চলতি বছরেই বলিউডে ‘সনম তেরি কসম’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেছেন মাওরা। ছবিটি বক্স অফিসে খুব একটা সফল না হলেও অভিনয়ের জন্য অনেকের প্রশংসা কুড়িয়েছেন মাওরা। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও মেসেজ পোস্ট করে রণবীর কপূরও মাওরার অভিনয়ের প্রশংসা করে অভিনন্দন জানান এবং ওঁর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। তাই অনেকেই এখন দু’য়ে দু’য়ে চার করতে শুরু করেছেন। যদিও সম্প্রতি একটি সাক্ষাত্কারে রণবীরের সঙ্গে সম্পর্কের কথা গুজব বলে উড়িয়ে দিয়েছেন মাওরা হোকেন।

Advertisement

আরও পড়ুন...
লিঙ্গ নির্ধারণের খবর মিথ্যে! বললেন সইফ-করিনা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement