Aliah

মায়েরা জঙ্গল সাফারিতে, একা হোটেলবন্দি কেন আলিয়া!

গত তিনদিনে আলিয়াদের জঙ্গল সফরের ছবিতে ভরে গিয়েছে ইন্টারনেট। আর তেমনই একটি ছবিতে ফাঁস হয়েছে ব্যাপারটা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৯:৩৮
Share:

আলিয়া ও রনবীর। ছবি : ইনস্টাগ্রাম

এই শীতে জঙ্গলে বেড়াতে গেলে কী করবেন?

Advertisement

হুড খোলা জিপে কি হাতির পিঠে সাফারি! জঙ্গলে তাঁবু খাটিয়ে ক্যাম্প ফায়ার। নাকি দল বেঁধে পায়ে হেঁটেই বেড়িয়ে পড়বেন জঙ্গল দেখতে!

আর যে যাই করুক, আলিয়া কিন্তু জঙ্গলে গিয়েও রিসর্ট বন্দি।

Advertisement

রাজস্থানের জাতীয় অভয়ারণ্য রণথম্ভোরে গত তিনদিন ধরেই ছুটি কাটাচ্ছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। তা জানতে আর কারও বাকি নেই। সঙ্গে আছেন এই জুটির দুই মা আর বন্ধুরাও।

গত তিনদিনে তাঁদের জঙ্গল সফরের ছবিতে ভরে গিয়েছে ইন্টারনেট। ক্যাম্প ফায়ারের ছবি থেকে শুরু করে একের পর এক নিজস্বী—বছর শেষের ছুটি কাটানোর ছবি দিতে কোনও রকম কার্পণ্য করেননি আলিয়ারা।

আর তেমনই একটি ছবিতে ফাঁস হল ব্যাপারটা।দেখা গেল বেড়াতে গিয়েও রিসর্টের রুমেই বসে আলিয়া।

অথচ আলিয়ার মা নিধি রাজদান ও রণবীরের মা নীতু কপূর দিব্য ব্যস্ত সাফারিতে। জিপে করে চষে ফেলছেন রণথম্ভোরের জঙ্গল।

তা হলে আলিয়া একা হোটেলে কেন!

সমাজমাধ্যমের দেওয়া তথ্য মানলে, মায়েদের সঙ্গে বেড়াতে না গিয়ে হোটেলে বসে বই পড়ছেন আলিয়া।

সামনে খোলা জানলা। দেখা যাচ্ছে জঙ্গল। হোটেল রুমের নরম আলোয় বিছানায় বা কাউচে সাদা ব্ল্যাঙ্কেট জড়িয়ে বসে আলিয়া। ছবিতেঅবশ্য ধরা পড়েছে তার হাতটুকুই। আর সেই হাতেই ধরা একটি ট্যাব। ট্যাবে ডিজিটাল বই পড়তে দেখা যাচ্ছে আলিয়াকে। ছবির পাশে একটি ইমোজি। সেটিও মন দিয়ে পড়াশোনা করা একটি মেয়েরই ছবি।

ছবিটি ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন আলিয়া। আর ঠিক সেই সময়েই নীতু কপূর আর নিধি রাজদানের জঙ্গল সাফারির ভিডিও ও সামনে এসেছে। রণবীর কপূর যেহেতু কোনও সমাজমাধ্যমেই নেই, তাই তিনি যে আসলে কোথায়, সেই খবর মেলেনি। আর এখানেই দু’য়ে দু’য়ে চার করছেন নেটাগরিকরা। তাদের সন্দেহ, মায়েদের ঘুরতে যাওয়ার সুযোগে একান্ত হয়েছেন দু’জনে।

যদিও এসব শুধু জল্পনাই। ছবিতে আলিয়ার হাতের আশপাশে আর কারও দেখা মেলেনি। এমনকী একটি কফির কাপেরও না।

তবু ভাবতে তো বাধা নেই!

তাই নেটাগরিকরাও ভেবেই যাচ্ছেন, জঙ্গলে এসেও কেন সাফারিতে গেলেন না আলিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement