Sohini Sarkar

আদরের ছবি পোস্ট করে সোহিনীকে মিস করছেন রণজয়?

এ বছরের শুরুতেই সমস্ত লুকোছাপার খোলস ছেড়ে সোহিনীর রিলেশন স্টেটাস হয়ে গিয়েছিল ‘ইন আ রিলেশনশিপ’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ১৭:১৯
Share:

একান্তে: সোহিনী এবং রণজয়।

কেউ বাসন মাজছেন। কেউ গান গাইছেন আবার কেউ বা ঝালিয়ে নিচ্ছেন পুরনো শখ। এই লকডাউনের বাজারে সেলিব্রিটিরা নিজেদের ব্যস্ত রাখছেন বিভিন্ন কাজে। সোহিনী সরকারের বয়ফ্রেন্ড রণজয় বিষ্ণু মিস করছেন তার প্রেমিকাকে।

Advertisement

তাঁদের আদরের ছবি পোস্ট করেই সোশ্যাল মিডিয়ায় প্রেমের ‘ইজহার’ করছেন রণজয়।

“জানি না একসঙ্গে থাকা কতটা কষ্টের, তবে আলাদা থাকা আরও বেশি খারাপ”, ক্যাপশনেই মনের ‘কারেন্ট স্টেটাস’ বুঝিয়ে দিয়েছেন রণজয়।

Advertisement

আরও পড়ুন- নতুন ছবির জন্য জন্য ১৫ কেজি ওজন বাড়িয়ে কেমন দেখতে হলেন কৃতি শ্যানন?

দেখুন রণজয়ের পোস্ট

I don’t care how hard being together is, nothing is worse than being apart @sohinisarkar01 #ranojoy #sohinisarkar #loveandpeace❤️✌️ #shootingday #photooftheday #StayHomeStaySafe #throwback #photographer - @rudra_saha_official Stylization - @rudra_saha_official

A post shared by RANO JOY (@rano_joy22) on

— না, কোনও নেতিবাচক কোনও মন্তব্য আসে নি সেই ছবির কমেন্ট বক্সে। বরং শুভেচ্ছায় ভেসেছে কমেন্ট বক্স। “এক সঙ্গে ভাল লাগছে”, স্বীকার করেছেন অনুরাগীরা।

আরও পড়ুন- লকডাউনে সবার মধ্যে খালি ‘আমায় দেখ’, ক্ষোভ উগরে দিলেন ফারা

এ বছরের শুরুতেই সমস্ত লুকোছাপার খোলস ছেড়ে সোহিনীর রিলেশন স্টেটাস হয়ে গিয়েছিল ‘ইন আ রিলেশনশিপ’। রণজয় নিজেও অভিনেতা। দার্জিলিংয়ের রাস্তায় বিছুটি পাতা দিয়ে সোহিনীকে প্রপোজ করেছিলেন রণজয়। বাকিটা ইতিহাস। ইন্ডাস্ট্রিতে শোনা যায়, দু’জনেই নাকি দু’জনকে চোখে হারান। রণজয় নাকি বেশ পজেসিভ সোহিনীর ব্যাপারে।

প্রেম কি গড়াবে বিয়েতে? জানাবে লকডাউন উত্তর ইন্ডাস্ট্রি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement