‘নূপুর’-এর চরিত্রে তনুশ্রী।
কথা বলতে পারেন না তাঁরা। কানে শোনাতেও সমস্যা। তবুও তাঁদের বেঁচে থাকাটা অমলিন আনন্দের। তাঁরা বংশী এবং নূপুর। পরিচালক রণদীপ সরকারের আসন্ন ছবি ‘নূপুর’-এর পাত্র-পাত্রী।
রণদীপের কথায়, ‘‘রাধা-কৃষ্ণের প্রেমের প্রেক্ষাপটে বংশী এবং নূপুরের গল্প বোনা হয়েছে। এই সম্পর্কের প্রেম-বিচ্ছেদ-মর্মান্তিক পরিণতি থাকবে ছবিতে। সহজ, সরল গ্রামের গল্প দেখানোর চেষ্টা করছি।’’
১৯৭০-এর প্রেক্ষাপটে পুরুলিয়ার এক গ্রামের গল্প ফ্রেমবন্দি হচ্ছে এই ছবিতে। রণদীপ জানালেন, কৃষ্ণের বাঁশি শুনে রাধা বেরিয়ে আসতেন। তার পর রাধার নূপুরের শব্দে বদলে যেন কৃষ্ণের বাঁশি। সে কারণেই তাঁর ছবির নায়ক-নায়ক নাম বংশী এবং নূপুর।
আরও পড়ুন, ‘উড়নচণ্ডী’ অভিষেক-সুদীপ্তাকে সামলাবেন প্রসেনজিত্
ছবির ৭০ শতাংশের শুটিং হয়ে গিয়েছে। নূপুরের চরিত্রে টলিউডের নতুন মুখ তনুশ্রীকে দেখবেন দর্শক। শুভজিত্ কর অভিনয় করছে বংশীর চরিত্রে। সব কিছু ঠিক থাকলে আগামী পয়লা বৈশাখে ছবিটি মুক্তির ভাবনা রয়েছে পরিচালকের।
বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন