প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রানা সরকার।
“আমিই ইন্ডাস্ট্রি, এই ফর্মুলা এখন আর কাজ করছে না”,বিস্ফোরক প্রযোজক রানা সরকার। তিন দিন হল মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দিতিপ্রিয়া রায় অভিনীত ছবি ‘আয় খুকু আয়’। প্রযোজনায় অভিনেতা জিৎ। ছবি মুক্তি পেতে না পেতেই প্রযোজক রানা সরকারের কটাক্ষ। ‘খুকু এল না’। দু’জন তারকার উদ্যোগ, খ্যাতনামী নায়ক তবুও হলে নেই দর্শক। দাবি প্রযোজকের । কেন এই মন্তব্য আনন্দবাজার অনলাইনের তরফে প্রযোজকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ছবিটা সুপার ফ্লপ। যাঁদের আমরা ‘সুপারস্টার’ বলে মাথায় তুলে রাখি, অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের ছবি কাজ করে না। শেষ যে কয়েকটা ছবি হিট হয়েছে, ‘অপরাজিত’-তে নতুন মুখ আর ‘বেলাশুরু’-তে সে অর্থে সবাই নায়ক।
দেবের ছবি যদিও চলে, প্রসেনজিৎ, জিতের ছবি চলছে কোথায়? তার মানেই দর্শকরা ইঙ্গিত দিচ্ছেন এ বার নতুন কিছু দিন।” তারকাদের জন্য বার্তা দিলেন প্রযোজক। তাঁর বক্তব্য, “তাঁরা তো ‘সুপারস্টার’, নিজেদের পারিশ্রমিক কিছুটা কমিয়ে নতুনদের সুযোগ করে দিন। আমিই নায়ক, আমিই ইন্ডাস্ট্রি — এই ফর্মুলা আর কাজ করছে না। তবে প্রযোজকরা নতুন কিছু করার ঝুঁকি নিতে পারবেন।”
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।