Rana Daggubati

এ কী হাল হয়েছে বাহুবলীর বল্লালদেবের! দুশ্চিন্তায় ডাগ্গুবতীর ফ্যানেরা

মাস দুয়েক আগে ‘বল্লালদেব’ আর একটি ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। সেখানেও আগের তুলনায় অনেকটাই রোগা দেখাচ্ছিল তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৯ ১৬:৩১
Share:

রানা ডাগ্গুবতী।

মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন দক্ষিণী সুপারস্টার রানা ডাগ্গুবতী ওরফে ‘বাহুবলী’-র বল্লালদেব। ছবিতে দেখা যাচ্ছে ‘সিক্স প্যাক’ রানা যেন আগের থেকে অনেকটাই রোগা। চোখের নীচেও পড়েছে কালি। মুখটাও কেমন যেন ফ্যাকাসে। যদিও পোস্টে হাসতেই দেখা যাচ্ছে অভিনেতাকে। তবুও সাধারণত যে রানাকে দেখতে অভ্যস্ত ফ্যানেরা সেই রানার সঙ্গে ওই ছবির অনেকটাই ফারাক।

Advertisement

এর পর থেকেই বেজায় দুশ্চিন্তায় পড়ে গেছেন তাঁর ফ্যানেরা। ওই পোস্টের কমেন্ট সেকশন ভরে গিয়েছে ফ্যানেদের উদ্বিগ্ন কমেন্টে। কেউ লিখেছেন, ‘আপনাকে দেখেই আমি শরীরচর্চা করার প্রেরণা পাই। আর আপনি নিজের শরীরের একী অবস্থা করেছেন?’এক জন কমেন্ট করেছেন, ‘কী হয়েছে আপনার? এত রোগা দেখাচ্ছে কেন?’

Advertisement

Who says a man's lifestyle is affordable? Especially when you’re a Millennial. But I’ve now got a clear winner for life, #HDFCBankMillennia - A card that pays you to spend. So that football night with friends and lots of pizza? You’re In. Those Shoes? You’re Buying Them. To get your HDFC Bank Millennia Card DM @hdfcbank, cause it’s your life…#SpendItWell Powered by @mastercardindia

A post shared by Rana Daggubati (@ranadaggubati) on

মাস দুয়েক আগে ‘বল্লালদেব’ আর একটি ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। সেখানেও আগের তুলনায় অনেকটাই রোগা দেখাচ্ছিল তাঁকে। ফ্যানেরা প্রশ্ন তুলেছিলেন তাঁর শারীরিক অবস্থা নিয়ে। রটেছিল তাঁকে নাকি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হয়েছে। সেই গুজবকে নস্যাৎ করে সংবাদমাধ্যমদের রানা জানান, তিনি একদম ঠিকই রয়েছেন। কোনও রকম অস্ত্রোপ্রচার হয়নি তাঁর।

আরও পড়ুন- পর্দায় অভিষেক শাহরুখ কন্যার, সামনে এল ছবির টিজার

আরও পড়ুন- ‘প্যারিস ফ্যাশন উইক’-এ ঐশ্বর্যার ‘অভিনব’ সাজ! রোষের মুখে আয়োজক সংস্থা

Cleaned up for the month!!

A post shared by Rana Daggubati (@ranadaggubati) on

আসন্ন বলিউড ছবি ‘হাউজফুল ৪’-এও দেখা যাবে তাঁকে। ওই ছবিতে তাঁর চরিত্রে প্রথমে নানা পাটেকরের অভিনয় করার কথা ছিল। কিন্তু তনুশ্রী দত্ত তাঁর বিরুদ্ধে ‘মি টু’-এর অভিযোগ আনলে নানার জায়গায় রানাকে সেই চরিত্রে কাস্ট করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement