Rakhi Sawant

স্বামী জেলে, তিন নম্বর বিয়ে করতে চলেছেন রাখি সবন্ত! ভিডিয়ো ঘিরে জল্পনা

রুপোলি লেহঙ্গা, মাথায় ঘোমটা কনের বেশে প্রকাশ্যে এলেন রাখি সবন্ত। তা হলে কি আদিলকে ছেড়ে ফের বিয়ের পিঁড়িতে অভিনেত্রী?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪২
Share:

কনের সাজে প্রকাশ্যে এলেন রাখি সবন্ত। ফাইল চিত্র।

এই মুহূর্তে জেলবন্দি রাখি সবন্তের স্বামী। রাখি একের পর এক সত্য জানাচ্ছেন স্বামী আদিলকে নিয়ে। বিস্তর জলঘোলা হচ্ছে তাঁদের সম্পর্ক নিয়ে। তবু এত দিন আদিলকে স্বামী বলেই মেনে এসেছেন রাখি। ২০২২ সালের জুন মাসে ধর্ম পরিবর্তন করেন বিয়ে করেন আদিল দুরানিকে। তবে নতুন বছরের শুরুতেই আদিলকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী। দিন কয়েক আগেই মাইসুরুতে আদিলের বাড়িতে ছুটে যান রাখি। মেনে নেননি আদিলের বাবা-মা। এ বার মুম্বই ফিরতেই কনের সাজে দেখা গেল রাখিকে। তা হলে তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাখি! ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে জল্পনা।

Advertisement

পরনে রুপোলি লেহঙ্গা, ঘোমটা দিয়ে ঢাকা মুখ, পাশে শেরওয়ানিতে বর। এ ভাবেই দেখা গেল রাখিকে। অভিনেত্রীকে কনের সাজে দেখেই শুরু হল ফিসফাস। তবে রাখি আদিলকে ভুলে তিন নম্বর বিয়ে করতে চলেছেন? না। রাখি বলেন, ‘‘আমার একটা স্বামী, সে এখন জেলে। এ জীবনে আর কোনও দিন বিয়ে করব না। সোজা কবরে যাব।’’ আসলে মাইসুরু থেকেই ফিরে কাজ শুরু করেছেন অভিনেত্রী। এই কনের বেশ নতুন মিউজ়িক ভিডিয়োর জন্যই। রাখির কথায়, ‘‘আজকে আর কান্নাকাটি নয়, আজকে খুশির দিন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement