এখনও ভেন্টিলেটরেই রাজু। ফাইল ছবি।
এক মাস আগে হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করানোর পর এখনও ভেন্টিলেটরেই রাখা হয়েছে কৌতুকশিল্পী, অভিনেতা রাজু শ্রীবাস্তবকে। শুক্রবার, এ কথা জানিয়েছেন রাজুর ভাই দীপু শ্রীবাস্তব। রাজুর পরিবার চায়, ‘অল ইন্ডিয়া ইন্সস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’ (এমস) রেখেই রাজুর চিকিৎসা করাতে। গত ১০ অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সে দিনই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়।
রাজুর ভাই জানিয়েছেন, খুব ধীরে ধীরে তাঁর দাদার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। যদিও তাঁর এখনও জ্ঞান ফেরেনি। দীপু বলেন, ‘‘খুব ধীরে সুস্থ হচ্ছেন দাদা। আশা করছি, খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। তাঁকে এখনও ভেন্টিলেটরে রাখা হয়েছে। ৩৫ দিন হয়ে গেল এখনও জ্ঞান ফেরেনি। চিকিৎসকেরা সমস্ত চেষ্টা জারি রেখেছেন। দাদার সুস্থতার জন্য প্রার্থনা করুন।’’
রাজুর চিকিৎসা নিয়ে পরিবারের পরিকল্পনা জিজ্ঞেস করলে তিনি জানান, মুম্বই বা অন্যত্র নিয়ে যাওয়ার কোনও কথা তাঁরা ভাবছেন না। বলেন, ‘‘রাজুকে এমসেই রাখা হবে। এখানে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন দাদা। চিকিৎসকদের উপর আমাদের ভরসা আছে।’’
১৯৮০ থেকে বিনোদন শিল্পে কাজ করছেন রাজু। ২০০৫-এ একটি হাস্যকৌতুকের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর প্রথম বার শিরোনামে আসেন তিনি। ‘ম্যায়নে পিয়ার কিয়া’, ‘বাজিগর’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছেন রাজু। তিনি উত্তরপ্রদেশের ‘ফিল্ম ডেভলপমেন্ট কাউন্সিলের’ চেয়ারম্যানও।