মিলল আশ্বাস

হল না মেলার বিতর্কে অনেককেই পাশে পেয়েছেন প্রদীপ্ত। তাই ছবির ভবিষ্যৎ নিয়ে আশায় তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯ ০০:১০
Share:

ছবিতে রাহুল এবং ঋত্বিক

প্রতিবাদে টনক নড়ল শেষমেশ। পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য শেষ পর্যন্ত এ শহরে তাঁর ছবি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ স্ক্রিনিংয়ের সুযোগ পেলেন। আগামী ২৭ সেপ্টেম্বর কলকাতার বিভিন্ন সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’।

Advertisement

আজ, শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। তবে বুধবার পর্যন্ত কলকাতায় কোনও হল পাননি প্রদীপ্ত। এই নিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট করার পর বিপুল সাড়া পান। এক মাল্টিপ্লেক্স চেনের প্রোগ্রামিং হেড প্রদীপ্তকে জানান, আগামী ২৭ তারিখ তাঁরা হল দিতে পারবেন ছবিটিকে।

তবে প্রথম চার দিনে যদি ৫০-৫৫ শতাংশ দর্শক হলে না আসেন, তা হলে পুজোর আগেই হল থেকে তুলে নেওয়া হবে ছবি। কারণ সেই সপ্তাহেই মুক্তি পাচ্ছে একাধিক বাংলা ও হিন্দি ছবি। তবে হল না মেলার বিতর্কে অনেককেই পাশে পেয়েছেন প্রদীপ্ত। তাই ছবির ভবিষ্যৎ নিয়ে আশায় তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement