Rajkumar Rao

ছকভাঙা কমেডিতে রাজকুমার-কৃতী

ছকভাঙা গল্প উপহার দেওয়ার জন্য ইতিমধ্যেই দীনেশ ভিজানের ‘ম্যাডক ফিল্মস’ জনপ্রিয়তা অর্জন করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৪
Share:

রাজকুমার ও কৃতী।

সন্তান দত্তক নেওয়া হয়। এ বার অভিভাবকদের দত্তক নেওয়া হবে। ছকভাঙা গল্প উপহার দেওয়ার জন্য ইতিমধ্যেই দীনেশ ভিজানের ‘ম্যাডক ফিল্মস’ জনপ্রিয়তা অর্জন করেছে।
তাদের ব্যানারের নতুন ছবির বিষয়, দত্তক বাবা-মা। ছবির মুখ্য চরিত্রে রাজকুমার রাও এবং কৃতী শ্যানন। ছবিতে তাঁরা অনাথ। তাই বৃদ্ধাশ্রম থেকে বাবা-মা হিসেবে তাঁরা দত্তক নেন এক দম্পতিকে।
যে চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়াল এবং ডিম্পল কাপাডিয়াকে। ছবির পরিচালক নবাগত অভিষেক জৈন, যিনি এর আগে সুভাষ ঘাই এবং সঞ্জয় লীলা ভন্সালীর মতো পরিচালকদের বিভিন্ন প্রজেক্টে অ্যাসিস্ট করেছেন। এর আগে অভিষেক গুজরাতি ভাষাতেও ছবি তৈরি করেছেন।
মার্চে ছবির কাজ শুরু হওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement