এক টেকেই দৃশ্য ওকে

দোকানে ঢুকে কাউন্টারে বসা ম্যানেজারের কাছে গিয়ে বললেন, এলাকার দুঃস্থদের জন্য গরম জামা কাপড় দরকার।

Advertisement

অনুপরতন মোহান্ত

বালুরঘাট শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭ ০২:৩২
Share:

অতিথি: বালুরঘাটে সিনেমার জন্য এসেছেন অভিনেতা রাজেশ শর্মা। ছবি: অমিত মোহান্ত

দুপুর ১টা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের গীতাঞ্জলি মার্কেটে একটি মেগা বস্ত্র বিপণিতে দুই সঙ্গীকে নিয়ে হনহন করে ঢুকলেন মুখে বসন্তের দাগ দীর্ঘকায় এক ব্যক্তি। সাদা পাঞ্জাবি পাজামা। পরিচয় এনজিও কর্মী।

Advertisement

দোকানে ঢুকে কাউন্টারে বসা ম্যানেজারের কাছে গিয়ে বললেন, এলাকার দুঃস্থদের জন্য গরম জামা কাপড় দরকার।

সকলে ভিড় করে দেখছেন তাঁদের। তার মধ্যেই ম্যানেজার বললেন, পাওয়া যাবে। ম্যানেজার এক কর্মীকে ডেকে কম্বল চাদর দেখাতে ওই ক্রেতাকে সঙ্গে নিয়ে যেতে বলেন। দু’টো কাটে দুটি দৃশ্যের সুটিং ওকে। তারপর লাঞ্চব্রেক।

Advertisement

বিকেল ৩টা থেকে ফের শহরের আত্রেয়ী নদীর কল্যাণীঘাট লাগোয়া বস্তিতে শুটিং শুরু। তত ক্ষণে শহরের অনেক বাসিন্দা জেনে গিয়েছেন, বজরঙ্গি ভাইজান ছবির পাকিস্তানি ভালো পুলিশ এবং এমএস ধোনি ছবির কোচের ভূমিকায় অভিনয় খ্যাত চলচ্চিত্র বলি-টলির জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মার নাম।

কাগজ কুড়ুনি অসহায় দুই বোনের জীবন সংগ্রাম নিয়ে কলকাতার প্রসেনজিত চক্রবর্তীর লেখা (নামকরণ এখনও হয়নি) পূর্ণ দৈর্ঘ্যের একটি বাংলা সিনেমায় তিন দিনের শুটিং করতে এ দিন বালুরঘাটে আসেন অভিনেতা রাজেশ শর্মা। তিনি বলেন, ‘‘নাটকের শহর বালুরঘাটে এই প্রথম এসে মনে হচ্ছে না অপরিচিত কোনও জায়গায় এসেছি। এখানকার মানুষ খুবই সাহায্য করছেন।’’

ডিভাইন ক্রিয়েশন এবং স্থানীয় নিউ এনজয় মুভিজের যৌথ সহযোগিতায় সিনেমাটি প্রযোজনা করছেন রমাকান্ত উপাধ্যায়। পার্শ্বচরিত্রে বালুরঘাটের বেশ কিছু ছেলেমেয়ে ওই ছবিতে সুযোগ পেয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement