Raj Chakraborty

ছোট পর্দায়

কবে নতুন কাজ করতে পারব জানি না। তার উপরে এত বড় পরিকাঠামো সামলাতে হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ০১:৪৫
Share:

রাজ চক্রবর্তী

সিনেমার বাজার খারাপ হওয়ায় আবার সিরিয়ালে ফোকাস করতে চলেছেন রাজ চক্রবর্তী। পরিচালকের প্রোডাকশনের নতুন সিরিয়ালের শুটিং শুরু হতে চলেছে। রাজ বললেন, ‘‘দুটো তৈরি ছবি পড়ে রয়েছে। কবে নতুন কাজ করতে পারব জানি না। তার উপরে এত বড় পরিকাঠামো সামলাতে হচ্ছে। বেঁচে থাকতে হবে তো আমাদের! তাই ছোট পর্দায় কাজ করছি।’’ চ্যানেলের সঙ্গে চুক্তির কারণে সিরিয়ালের গল্পটি এই মুহূর্তে ভাঙছেন না পরিচালক। রাজের কথায়, ‘‘অনেক দিন ধরেই গল্প নিয়ে কাজ চলছে। অন্য রকম একটা শো আনতে চলেছি। দর্শকের ভাল লাগবে।’’ এই চ্যানেলে রাজের প্রযোজনার শেষ ধারাবাহিক ছিল ‘কপালকুণ্ডলা’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement