Raj Chakraborty

Raj-Yuvaan: গাড়ি চালানো শিখছে সাড়ে ৯ মাসের ইউভান, রাজ-পুত্রের কাণ্ড দেখে আপ্লুত নেটাগরিক

গাড়ি চালানোয় হাতেখড়ি নব নির্বাচিত বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একমাত্র সন্তানের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ১২:৩৮
Share:

রাজ-শুভশ্রীর সঙ্গে ইউভান

এর আগে বাইকে বসে চালকের কায়দায় ক্যামেরায় পোজ দিতে দেখা গিয়েছে ছোট্ট ইউভানকে। দু’চাকা তো অনেক হল, এ বারে চার চাকার পালা। গাড়ি চালানোয় হাতেখড়ি নব নির্বাচিত বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একমাত্র সন্তানের।

Advertisement

বৃহস্পতিবার সকালে ইউভানের কাণ্ড দেখে আপ্লুত নেটাগরিকরা। রাজ নেটমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করলেন। যেখানে দেখা যাচ্ছে, বাবার কোলে বসে গাড়ি চালানোয় মেতেছে ইউভান। গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে ভারি মজা পেয়ে গিয়েছে সে। দাঁড়িয়ে উঠে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে লাগল ইউভান। রাজও অবাক হয়ে গিয়েছেন ছেলের কাণ্ড দেখে। আবার জানলার কাঁচ বন্ধ করতে গিয়েছিল ইউভান। বাবা তাতে আপত্তি জানাতে আবার স্টিয়ারিংয়ে মন দিল রাজ-পুত্র।

ভিডিয়োর সঙ্গে গর্বিত বাবা রাজ লিখলেন, ‘আমার ছোট্ট ছেলে দু’চাকা ছেড়ে এ বার চার চাকায় মন দিয়েছে। সাড়ে ৯ মাসেই স্টিয়ারিং ঘোরাতে শিখছে সে।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement