Raj Chakraborty

Raj Chakraborty: ব্যারাকপুরে পেটপুজোর নতুন ঠিকানা পেলেন রাজ, পৌঁছে গেলেন সেখানে

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুশি স্বয়ং রাজ। এই বিরিয়ানি প্রস্তুতকারী সংস্থার কর্ণধার এবং কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন বিধায়ক। 

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ১৮:০০
Share:
Advertisement

খাদ্যরসিক তিনি। নানা ধরনের খাবার খেতে ভালবাসেন বরাবর। নিজের এলাকা ব্যারাকপুরেও এ বার রসনা তৃপ্তির নতুন সন্ধান পেলেন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। সেখানে নতুন শাখা খুলেছে বিখ্যাত একটি বিরিয়ানি প্রস্তুতকারী সংস্থা। শুক্রবার সেই শাখার উদ্বোধন করলেন রাজ। সকলের সঙ্গে সময় কাটালেন সেখানে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুশি স্বয়ং রাজ। এই বিরিয়ানি প্রস্তুতকারী সংস্থার কর্ণধার এবং কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন বিধায়ক।

বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরের প্রার্থী হওয়ার পর থেকেই সেখানে নিজের আস্তানা গড়ে তোলেন ‘প্রেম আমার’ ছবির পরিচালক। ব্যারাকপুরের মানুষদের সঙ্গে হৃদ্যতা গড়ে ওঠে তাঁর। নির্বাচনে জয়ের পর সেই হৃদ্যতাই আরও গাঢ় হয়। নানা কাজে, মানুষের পাশে থাকতে প্রায় রোজই ব্যারাকপুরে দেখা যায় রাজকে।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement