Subhashree Ganguly

শরীরী বিভঙ্গে রাজ-শুভশ্রীর জমিয়ে ভাসান ডান্স, ভাইরাল হল ভিডিয়ো

কিন্তু ওই সেলেব জুটি যে ভাসান ডান্সেও যে কাউকে টেক্কা দিতে পারেন তা কি আপনি জানতেন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ ১৯:৫০
Share:

রাজ-শুভশ্রীর জমাটি নাচ। ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

টলিপাড়ার যোগ্য জুটি রাজ-শুভশ্রী! পুজোর প্রতিটি দিন জমিয়ে উপভোগ করেছেন দু’জনে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে পুজো যাপনের ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা। কখনও হাত ধরে ঘুরেছেন, আবার কখনও বা বিজয়া দশমীতে শুভশ্রীর সিঁথি রাঙিয়ে দিয়েছেন রাজ।

Advertisement

কিন্তু ওই সেলেব জুটি যে ভাসান ডান্সেও যে কাউকে টেক্কা দিতে পারেন তা কি আপনি জানতেন? বুধবার ইনস্টাগ্রামে শুভশ্রীর একটি ফ্যানক্লাব তাঁদের ভাসান নাচের একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানেই দেখা যাচ্ছে, কোমরে শাড়ি গুঁজে রাজের সঙ্গে রীতিমতো পেশাদার ভাসান নাচ নাচ্ছেন শুভশ্রী। রাজও কিন্তু কিছু কম যাননা। স্ত্রীকে যোগ্য সঙ্গত দিচ্ছেন তিনিও। ইতিমধ্যেই হাজার হাজার কমেন্ট এসে ভিড় করেছে সেই ভিডিয়োতে। শেয়ারও হয়েছে বিস্তর। বর-বউয়ের নাচ দেখে উচ্ছ্বসিত নেটিজেনরাও।

পুজো অতিক্রান্ত হয়েছে বেশ কিছু দিন। পার হয়ে গিয়েছে দীপাবলি, ভাইফোঁটাও। ব্যস্ত শিডিউলে আবারও ফিরে গিয়েছেন সেলেব থেকে সাধারণ। কিন্তু ঢাকের ছন্দে ওঁদের মেতে ওঠার মুহূর্ত দেখলে আপনিও হয়তো ফিরে যাবেন সদ্য পার করা পুজোর মেজাজে।

Advertisement

আরও পড়ুন- ঐশ্বর্যার ম্যানেজারের গায়ে ভয়াবহ আগুন, ঝুঁকি নিয়ে রক্ষা করলেন শাহরুখ

আরও পড়ুন-আদুরে গলায় গায়ত্রী মন্ত্র পড়ল সোহা আলির দু’বছরের মেয়ে!

দেখে নিন ওই তারকা জুটির ভাসান নাচের ভিডিয়ো

ভাসান ড্যান্স SnR❤

A post shared by Subhashree Ganguly FC Howrah (@subhashreegangulyfanclubhowrah) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement