Raj Chakrabarty

ভ্যাক্সিন কবে বেরবে? জরুরি প্রশ্ন করল রাজ-পুত্র ইউভান

করোনা-কালে জন্মেছে। চার দেওয়ালের মধ্যে আটকে রাখতে হচ্ছে খুদের উৎসুক মনকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ১৭:২৬
Share:

রাজ ও শুভশ্রীর ছেলে ইউভান। ছবি ইনস্টাগ্রাম।

‘কেউ কি বলতে পারবে ভ্যাক্সিন কবে বেরবে? বাড়িতে বসে বসে যে বোর হয়ে যাচ্ছি।’ খুব প্রয়োজনীয় প্রশ্ন। গোটা বিশ্বের মনে একটাই জিজ্ঞাসা। পৃথিবীটা যে গভীর অসুখে ভুগছে, তা জন্মের কয়েক মাসের মধ্যেই বুঝে গিয়েছে ছোট্ট ইউভান। ইউভানের এই প্রশ্নের কথা নেটাগরিকদের জানালেন সদ্যোজাতর বাবা রাজ চক্রবর্তী। ইনস্টাগ্রামে পোস্ট করলেন ইউভানের ছবি। মুখের মধ্যে গভীর চিন্তা ও হতাশার ছাপ। কী আর করবে সে! করোনা-কালে জন্মেছে। চার দেওয়ালের মধ্যে আটকে রাখতে হচ্ছে খুদের উৎসুক মনকে। সত্যিই তো! এখন তো তার চারদিক ঘুরে দেখার সময়। গাছপালা, কুকুরছানা, গাড়ি, বাস, রাস্তার আওয়াজ। বেচারা ইউভান সব থেকে বঞ্চিত।

Advertisement

রাজ তার ছবির তলায় লিখলেন, ‘কেউ কি বলতে পারবে যে কোভিডের ভ্যাক্সিন কবে বেরবে? আমি যে বাড়ি বসে বসে বোর হয়ে যাচ্ছি। বেরতেই পারছি না। কেউ আমার মুখের মাপের মাস্কও বানায় না। কী করি?’

খুদের ছবি পোস্ট করতেই কমেন্ট বক্স ভরে উঠল আদরে। অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী লিখলেন, ‘ওরে বাবা! কী মিষ্টি!’ বরখা সেনগুপ্তর কমেন্ট, ‘বড্ড আদরের!’ মানালির ‘ওলে বাবা’ কমেন্টে বোঝাই যাচ্ছে, ইউভানকে সামনে পেলে কত্ত আদর করতেন তিনি। সাত ঘণ্টার মধ্যেই ছবিতে প্রায় ৫০ হাজার লাইক পড়ে গিয়েছে।

Advertisement

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

আরও পড়ুন: জন্মদিনে চেন্নাইয়ে ঋত্বিকা, তামিল ছবির শ্যুটে ব্যস্ত

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া মাতাচ্ছে টলিউডের তিন ‘তৈমুর’ ইউভান, কবীর এবং কৃশিব

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement