Bollywood

অভিনব কায়দায় মুক্তি পাচ্ছে ‘রইস’-এর ট্রেলার

‘রইস’-এর জন্য শাহরুখের লক্ষ লক্ষ ভক্ত অনেকদিন ধরেই অপেক্ষা করছেন। এ বছর ৬ জুলাই, একই দিনে মুক্তির কথা ছিল ‘রইস’ আর ‘সুলতান’-এর। কিন্তু বক্স অফিসের সংঘাত এড়াতে মুক্তির দিন পিছিয়ে ২০১৭-এ ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছিল রেড চিলি এন্টারটেনমেন্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৬ ১৩:২৪
Share:

‘রইস’-এর জন্য শাহরুখের লক্ষ লক্ষ ভক্ত অনেকদিন ধরেই অপেক্ষা করছেন। এ বছর ৬ জুলাই, একই দিনে মুক্তির কথা ছিল ‘রইস’ আর ‘সুলতান’-এর। কিন্তু বক্স অফিসের সংঘাত এড়াতে মুক্তির দিন পিছিয়ে ২০১৭-এ ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছিল রেড চিলি এন্টারটেনমেন্ট। অপ্রত্যাশিত ভাবে মুক্তির দিন পিছিয়ে যাওয়ায় ভক্তদের ‘খান ভাই’কে দেখার অপেক্ষা আরও দীর্ঘ হয়ে যায়। ছবিটির ট্রেলার এখনও মুক্তি পায়নি। তাই ধৈর্যের বাঁধ এ বার ভাঙতে চলেছে দর্শকদের।

Advertisement

এ বার দর্শকদের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়ে রেড চিলি জানিয়ে দিয়েছে আগামী ৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘রইস’-এর ট্রেলার। বি-টাউনের একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, গোটা দেশের মোট ৩,৫০০টি স্ক্রিনে একসঙ্গে মুক্তি পাবে এই ট্রেলার। ওই সাড়ে তিন হাজার স্ক্রিনেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের মোট ন’টি বড় শহর-সহ (দিল্লি, ইনদওর, আহমেদাবাদ, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, জয়পুর, মুম্বই এবং পাঞ্জাব) একাধিক ছোট শহরে লক্ষ লক্ষ ভক্তদের মুখোমুখি হবেন শাহরুখ খান। সঙ্গে থাকবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। এ ই ভাবে দেশের এতগুলি শহরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছবির প্রচার আগে কখনও দেখেননি ভারতীয় দর্শক।

আরও পড়ুন...
বড় লড়াইয়ের জন্য প্রমাদ গুনছে ‘রইস’ আর ‘কাবিল’

Advertisement

ছবির প্রচারের এই অভিনব কায়দা সম্পর্কে বলতে গিয়ে শাহরুখ জানিয়েছেন, “একেক দিন একেকটি শহরে ছবির প্রচারে যাওয়ার চেয়ে আমরা ভারতের বেশিরভাগ দর্শকদের কাছে পৌঁছাতে চেয়েছি। আমরা সত্যিই খুব এক্সাইটেড। কারণ, একসঙ্গে দেশের হাজার হাজার দর্শকদের মুখোমুখি হয়ে তাঁদের সঙ্গে ‘লাইভ চ্যাট’ করা যাবে।”

জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাহুল ঢোলকিয়ার এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৬ জানুয়ারি, ২০১৭। তার আগেই সাড়ে তিন হাজার স্ক্রিন আর লক্ষ লক্ষ দর্শকের মনে জায়গা করে নিল শাহরুখ খান অভিনীত ‘রইস’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement