অনিল সুরি।
আবারও করোনার থাবা বলিউডে। এ বার মারা গেলেন বলিউডের নামজাদা প্রযোজক অনিল সুরি। বয়স হয়েছিল ৭৭ বছর। গত বৃহস্পতিবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা যান এই প্রবীণ প্রযোজক।
অনিলের ভাই রাজীব সুরি সংবাদ সংস্থা পিটিআইকে জানান, “দাদার অবস্থা গুরুতর হলে আমরা লীলাবতী এবং হিন্দুজার মতো নামি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ওই দুটি হাসপাতালই দাদাকে ভর্তি নিতে অস্বীকার করে। তাঁরা সাফ জানিয়ে দেন বেড নেই। এর পর আমরা অ্যাডভান্সড মাল্টিস্পেশালিটি হাসপাতালে তাঁকে ভর্তি করি। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় দাদাকে ভেন্টিলেটরে দেওয়া হয়। গত বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ হাসপাতালেই মারা যান দাদা।”
জানা গিয়েছে, শুক্রবার সন্ধেবেলা সুরি পরিবারের চার জন সদস্যর উপস্থিতিতে অনিলের শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর পরিবারের সবাইকেই পিপিকিট পরতে হয়েছিল।
বৃহস্পতিবার সকালেই মারা যান প্রখ্যাত পরিচালক বাসু চট্টোপাধ্যায়। ওই একই দিনে সন্ধেবেলায় মৃত্যু হয় অনিলের। বাসু চট্টোপাধ্যায়ের ছবি ‘মনজিল’-এর প্রযোজক ছিলেন অনিল। অভিনয়ে ছিলেন অমিতাভ বচ্চন এবং মৌসুমি চট্টোপাধ্যায়। এ ছাড়াও ‘রাজ তিলক’ , ‘কর্ম যোগী’ সহ বিভিন্ন ছবির প্রযোজক ছিলেন অনিল সুরি। অনিল সুরির মৃত্যুতে বলিউডে শোকের ছায়া।
আরও পড়ুন- যশরাজ ফিল্মসে ডেবিউ করেও চূড়ান্ত ফ্লপ কেরিয়ার, এই বলি নায়িকার বিরুদ্ধে উঠেছে তছরূপের অভিযোগও