R.Madhvan Anniversary: ‘আরও বেশি তোমার প্রেমে পড়ছি’, বিবাহবার্ষিকীতে স্ত্রীকে আদরে ভরালেন মাধবন

২৩ বছরের বিবাহিত জীবন। ৮ বছরের প্রেম। বিবাহবার্ষিকীতে আরও বেশি প্রেমে মাধবন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ১৫:৩৮
Share:

আর. মাধবন এবং স্ত্রী সরিতা বিরজে

দাম্পত্যের ২৩ বছর পূর্ণ করলেন আর মাধবন এবং তাঁর স্ত্রী সরিতা বিরজে। এই বিশেষ দিনে স্ত্রীকে ভালবাসায় ভরিয়ে দিলেন অভিনেতা। নেটমাধ্যমে নিজেদের আদুরে দিনগুলোর স্মৃতি ভাগ করে নিলেন মাধবন। দু’জনের মাথায় কালো টুপি। মুখে তৃপ্তির হাসি। মাধবনকে জড়িয়ে ধরে বসে আছেন সরিতা। নেটমাধ্যমে সেই পুরনো দিনের ছবি ভাগ করে নিলেন মাধবন। তারই সঙ্গে নিজেদের এখনকার ছবিও পোস্ট করেন অভিনেতা। ছবিতে লেখা ‘এখন’ আর ‘তখন’।বিয়ের বয়স ২৩। প্রেমের বয়স আরও বেশি। তবু সম্পর্কের রং এখনও ফিকে হয়নি।

Advertisement

স্ত্রীয়ের উদ্দেশে মাধবন লেখেন, “যত দিন এগোচ্ছে আরও বেশি করে আমি তোমার প্রেমে পড়ছি। এ-ও সম্ভব! শুভ বিবাহবার্ষিকী।” আদর করে স্ত্রীকে ‘ওয়াইফি’ বলে সম্বোধনও করেন অভিনেতা। স্ত্রী সরিতার পোস্টে সেই আভাসই মিলল আরও একবার। সরিতা লেখেন, ‘একসঙ্গে ২৩ বছর যাপন। আজ মনে হয় সময় কী তাড়াতাড়ি চলে যায়। তোমায় খুব ভালবাসি। শুভ বিবাহবার্ষিকী।’ ১৯৯৯-এর ৭ জুন বিয়ে করেন মাধবন, সরিতা। বিয়ের আগে ৮ বছরের প্রেম। ছেলে বেদান্তকে নিয়ে এখন সুখের সংসার মাধবন সরিতার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement