Coronavirus Lockdown

গার্হস্থ হিংসা নিয়ে সওয়াল

শুধু অভিনেত্রীরাই নন, এই লড়াইয়ে শামিল হয়েছেন অভিষেক বচ্চনও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২০ ০১:১৯
Share:

অভিষেক-করিশ্মা

লকডাউনের পরিস্থিতিতে গার্হস্থ হিংসার ঘটনা ক্রমশ বাড়ছে। দেশের নানা জায়গা থেকে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ আসছে। এ নিয়ে এর আগেও বলিউডের তারকারা সরব হয়েছেন। এ বার তাঁরা শুরু করেছেন #লকডাউনমেলকআপ ক্যাম্পেনের। করিশ্মা কপূর, শিল্পা শেট্টি, বিপাশা বসু, দিয়া মির্জ়া সোশ্যাল মিডিয়ায় বিরোধিতা করেছেন। ‘‘আপনারা যদি গার্হস্থ হিংসার শিকার হন, তা হলে আমাদের জানান। আমরা একসঙ্গে লড়াই করব,’’ বার্তা দিয়েছেন করিশ্মা। নিজের সাদা-কালো ছবি দিয়ে ‘অ্যাই অ্যাম অঙ্কিতা’ লিখে পোস্ট করেছেন তিনি। সেলেবরা প্রত্যেকেই ‘অঙ্কিতা’, ‘সীমা’, ‘জয়শ্রী’... এ ভাবে নিজেদের সাধারণ মানুষ হিসেবে চিহ্নিত করেছেন। শুধু অভিনেত্রীরাই নন, এই লড়াইয়ে শামিল হয়েছেন অভিষেক বচ্চনও। নিজের সাদা-কালো ছবিতে ‘অ্যাই অ্যাম জয়শ্রী’ লিখে তাঁর পোস্ট, ‘‘আমি ওঁর হয়ে বলছি আজ। আর যাঁরা ওঁর মতো গার্হস্থ হিংসার শিকার হয়েছেন, তাঁদের হয়েও বলছি। এঁদের সত্যিটা সামনে আনতে হবে। লকডাউনে এঁরা আটকে আছেন, যাদের দ্বারা নির্যাতিত হয়েছেন তাদের সঙ্গে...’’ অভিষেক ট্যাগ করেছেন ফারহান আখতার, কর্ণ জোহর, জ়োয়া আখতারকে।

Advertisement

বলিউডের এই ক্যাম্পেনের নেপথ্যে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। নির্যাতিতাদের সাহায্য করছে তারা। ক্যাম্পেনের মাধ্যমে নির্যাতিতদের জন্য আর্থিক সাহায্যের আবেদন করছেন তারকারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement