Entertainment News

সিনে-প্রেমীদের জন্য খুশির খবর দিচ্ছে টিম ‘পিউপা’

সম্প্রতি ভিয়েতনামে হ্যানয় সরকার আয়োজিত হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে আমন্ত্রণ পেল এই ছবি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ১৫:৪৯
Share:

‘পিউপা’র পোস্টার।

চলতি জুলাইয়ের শেষে মুক্তি পেয়েছিল পরিচালক ইন্দ্রাশিস আচার্যের ছবি ‘পিউপা’। ‘বিলু রাক্ষস’-এর পর ‘পিউপা’ তাঁর দ্বিতীয় ছবি। যাঁরা ‘বিলু রাক্ষস’ দেখেছেন তাঁরা জানেন ইন্দ্রাশিস অন্য ভাবে গল্প বলতে ভালবাসেন। ‘পিউপা’ও তার ব্যতিক্রম নয়। যাঁরা দেখেছেন, তারা ফের পরিচালকের স্বকীয়তার প্রমাণ পেয়েছেন। কিন্তু সিনেমা হলে ছবিটি বেশিদিন না থাকায় বহু দর্শকই ছবিটি দেখতে পাননি। তবে সিনেপ্রেমীদের জন্য খুশির খবর দিচ্ছে টিম ‘পিউপা’।

Advertisement

সম্প্রতি ভিয়েতনামের কেন্দ্রীয় সরকার আয়োজিত হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে আমন্ত্রণ পেল এই ছবি। এই উত্সবের প্রতিযোগিতা বিভাগে ভারতীয় সিনেমা হিসেবে অংশ নিচ্ছে ‘পিউপা’। প্রতি দু’বছর অন্তর এই উত্সবের আয়োজন হয়। আয়োজক কর্তৃপক্ষ ছবির পরিচালক এবং অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে আমন্ত্রণ জানিয়েছেন। দু’জনেই যাচ্ছেন এই উত্সবে। ভারত ছাড়াও আর্জেন্তিনা, জার্মানি, কোরিয়া, জাপান, ফিলিপিন্স, তুরস্ক, পোল্যান্ডের মতো দেশ থেকে শিল্পীরা যাবেন তাঁদের ছবি নিয়ে।

এর আগে আরও এক পালক যোগ হয়েছে ‘পিউপা’র মুকুটে। কিছুদিন আগেই চিনে ল্যানমেই ফিল্ম উইকে আমন্ত্রিত হয়েছিল এই ছবি। পরিচালক ছাড়াও কমলেশ্বর মুখোপাধ্যায়, রাজীব মেহরা, পিয়ালি মুন্সি যোগ দিয়েছিলেন ওই উত্সবে।

Advertisement

আরও পড়ুন, ‘সত্যকাম’-এর মধ্যে কতটা সত্য, আর কতটা কাম? অর্জুন বললেন...

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement