সাংবাদিক বৈঠকে প্রসেনজিত্।
২০১৬-এ মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ‘প্রাক্তন’। দীর্ঘ কয়েক বছর পর এই ছবির মাধ্যমেই বড় পর্দায় ফিরেছিল প্রসেনজিত্-ঋতুপর্ণা জুটি। বক্স অফিসেও সাফল্য পেয়েছিল ছবিটি। এ বার শুরু হল তার নতুন জার্নি।
গত ৫ জানুয়ারি থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘হইচই’-এ স্ট্রিমিং শুরু হল এই ছবির। গোটা বিশ্বের বাঙালি এ বার এক ক্লিকেই দেখতে পাবেন এই ছবি। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন এসভিএফ কর্তৃপক্ষ। সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ও।
‘হইচই’-এর সহ-প্রতিষ্ঠাতা বিষ্ণু মেহতা বলেন, ‘‘হইচই প্ল্যাটফর্মে ‘পোস্ত’-র রেসপন্স দেখে আমরা আপ্লুত। ‘প্রাক্তন’ও ভাল করবে।’’
আরও পড়ুন, বাংলা ছাড়া আরও পাঁচ ভাষায় মুক্তি পেল ‘আমাজন অভিযান’
শিবপ্রসাদের কথায়, ‘‘হইচইকে ধন্যবাদ। তাঁরা গ্লোবাল প্ল্যাটফর্ম এবং অডিয়েন্সের কাছে পৌঁছে দিয়েছেন।’’ এই দুই ছবির পর উইন্ডোজ প্রোডাকশনের আরও একটি ছবি ‘বেলাশেষে’ও ‘হইচই’তে দেখা যাবে বলে তিনি জানিয়েছেন।
বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন