Prosenjit Chatterjee

Pallabi Chatterjee: করোনা আক্রান্ত পল্লবী চট্টোপাধ্যায়, বাড়িতেই নিভৃতবাসে প্রসেনজিতের বোন

​​​​​​​কোভিডের হাত থেকে রক্ষা পাননি প্রসেনজিৎও। গত বুধবার করোনা আক্রান্ত হওয়ার কথা জানান অভিনেতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ১১:০৭
Share:

করোনা আক্রান্ত পল্লবী চট্টোপাধ্যায়।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত। কিছু মৃদু উপসর্গ রয়েছে অভিনেত্রীর। সব বিধিনিষেধ মেনে আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। বর্তমান পরিস্থিতিতে সকলকে সাবধানে থাকার বার্তা দিয়েছেন তিনি। গত শুক্রবার আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন পল্লবী। জ্বর, মাথা ব্যথা এবং শারীরিক দুর্বলতায় ভুগছেন।পল্লবী আশাবাদী, খুব শীঘ্রই সেরে উঠবেন তিনি।

কোভিডের হাত থেকে রক্ষা পাননি প্রসেনজিৎও। গত বুধবার করোনা আক্রান্ত হওয়ার কথা জানান অভিনেতা। টুইট করে তিনি লিখেছিলেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে আমি কোভিড পজিটিভ। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি সেরে উঠব।’

Advertisement


প্রসেনজিৎ ছাড়াও আক্রান্তের তালিকায় রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অভিনেত্রী নিজেই জানিয়েছেন সে খবর। রূপম ইসলাম, তাঁর স্ত্রী এবং ছেলের শরীরেও বাসা বেঁধেছে এই ভাইরাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement