Prasenjit Chatterjee

গাড়িতে নয়, অটোয় চেপে কেন অষ্টমীর অঞ্জলি দিতে এলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

অষ্টমীর দিন অঞ্জলি দিলেন অভিনেতা। গাড়ি করে না সটান অটোয় চেপে কেন হাজির হলেন পুজো মণ্ডপে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৬:২৬
Share:

ছবি: সংগৃহীত।

এ বার পুজোয় মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘দশম অবতার’। ‘বাইশে শ্রাবণ’-এর ১২ বছর পর আরও এক বার প্রবীর রায়চৌধুরীর চরিত্রে বড় পর্দায় ধরা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির বক্স অফিস রিপোর্ট আশানুরূপ। ফলে পুজোর ক’টা দিন খানিক স্বস্তিতেই ‘ইন্ডাস্ট্রি’। অষ্টমীর দিন অঞ্জলি দিলেন অভিনেতা। কিন্তু গাড়ি চড়ে নয়, সটান অটোয় চেপে হাজির হলেন মণ্ডপে।

Advertisement

হাজরা পার্ক দুর্গোৎসব কমিটিতে গিয়ে পুষ্পাঞ্জলি দিলেন প্রসেনজিৎ। আর পাঁচ জন সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়েই অঞ্জলি দিলেন নায়ক । পরনে সাদা পঞ্জাবি, চোখে রোদশমা। অভিনেতাকে দেখা গেল রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। হাজরা পার্কে এ বারের পুজোর থিম ‘তিন চাকার গল্প’। তাই থিমের সঙ্গে সাযুজ্য বজায় রাখতেই অটোতে সওয়ার হয়ে মণ্ডপে আবির্ভাব অভিনেতার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement