priyanka chopra

আমেরিকায় ভারতীয় রেস্তরাঁ খুললেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস

নিউইয়র্কে ভারতীয় রেস্তরাঁ খুললেন তিনি। নাম দিলেন ‘সোনা’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২১ ২২:০৭
Share:

প্রিয়ঙ্কা চোপড়া

আমেরিকার গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পর বেশির ভাগ সময়ে আমেরিকাতেই থাকেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। কেবল শ্যুটিং থাকলে দেশে ফেরেন তিনি। সম্প্রতি ‘ম্যাট্রিক্স ৪’ ছবির শ্যুটিংয়ের জন্য বিদেশেই থাকতে হয়েছে বেশি। আর এরই মাঝে সুখবর দিলেন বলিউডের ‘দেশি গার্ল’।

নিউইয়র্কে ভারতীয় রেস্তরাঁ খুললেন তিনি। নাম দিলেন ‘সোনা’। টুইট করে সে কথা জানালেন অনুরাগীদের। ২০১৯ সালের কিছু ছবিও পোস্ট করলেন তারই সঙ্গে। পুরনো সেই ছবিতে দেখা গেল, নিক ও প্রিয়ঙ্কা পুজো করছেন সেখানে। শনিবার সেই জায়গাতেই উদ্বোধন হল ‘সোনা’-র।

প্রিয়ঙ্কার ক্যাপশনে জানা গেল, ভারতের মতোই বৈচিত্রপূর্ণ হবে তাঁদের মেনু। অভিনেত্রী লিখলেন, ‘দেশের প্রতি ভালবাসা জানিয়েছি এই রেস্তরাঁর মধ্যে দিয়ে। যে আস্বাদ পেতে পেতে বড় হয়েছি, তারই প্রতিরূপ গড়ে তোলার প্রয়াস’। একই সঙ্গে ভারতীয় রাঁধুনি হরি নায়েককে ধন্যবাদ জানালেন। তাঁর দক্ষতা সম্পর্কে অবগত করলেন নেটাগরিকদের। ‘সোনা’-র ডিজাইনার মেলিসা বাওয়ারসকেও ধন্যবাদ জানালেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement