Priyanka Chopra leaves her restaurant

দু’বছর কাটতে না কাটতেই রেস্তরাঁর ব্যবসা থেকে হাত গোটালেন প্রিয়ঙ্কা চোপড়া, কেন?

নিউ ইয়র্কের মাটিতে ভারতীয় খাবারের স্বাদ। এই ভাবনা থেকেই নিউ ইয়র্কের বুকে রেস্তরাঁ খুলেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। বছর দুয়েকের মাথায় ‘সোনা’ ছাড়লেন দেশি গার্ল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৩ ১৭:১৮
Share:

প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। ছবি: সংগৃহীত।

এক সময় বলিউডে কাজ করেছেন দাপটের সঙ্গে। তার পরে ভারতীয় তারকা থেকে আন্তর্জাতিক স্তরে উত্তরণ হয়েছে তাঁর। অভিনেত্রীর পাশাপাশি এখন সফল উদ্যোগপতিও তিনি। তিনি প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় হাত পাকিয়েছেন আগেই। উদ্যোগপতি হিসাবে ইতিমধ্যেই সফল এক প্রসাধনী সংস্থার মালিক তিনি। নিউ ইয়র্কের বুকে ‘সোনা’ নামক একটি রেস্তরাঁও খুলেছিলেন বছর দুয়েক আগে। সেই রেস্তরাঁর ব্যবসা থেকে এ বার হাত গুটিয়ে নিলেন প্রিয়ঙ্কা। ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত প্রিয়ঙ্কার?

Advertisement

লন্ডন থেকে ছুটি কাটিয়ে সম্প্রতি আমেরিকায় ফিরেছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। এখন ‘জোনাস ব্রাদার্স’-এর সঙ্গে ‘দ্য ট্যুর’-এ ব্যস্ত রয়েছেন প্রিয়ঙ্কার স্বামী নিক জোনাস। তাঁর বিভিন্ন কনাসার্টেই এখন দেখা যাচ্ছে প্রিয়ঙ্কাকে। ‘সিটাডেল’-এর পর এ বার ‘হেডস অফ স্টেট’ সিরিজ়ের শুটিংয়ে মন দিয়েছেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement