প্রিয়ঙ্কা চোপড়া
ভারতীয় সেনাবাহিনীকে অভিবাদন জানিয়ে টুইট করার জন্য সমালোচিত হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। রাষ্ট্রপুঞ্জের শুভেচ্ছা দূতের পদ থেকে তাঁকে অপসারিত করার দাবি তুলেছেন পাকিস্তানের মানবাধিকার মন্ত্রী শিরিন মাজ়ারি। সেই প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেসের মুখপাত্র বলেছেন, ‘‘একজন রাষ্ট্রপুঞ্জের শুভেচ্ছাদূত হলেও ব্যক্তিপরিসরে সেই বিষয় নিয়ে কথা বলতে পারেন, যা তাঁর কাছে গুরুত্বপূর্ণ। তাঁর ব্যক্তিগত মতামতে রাষ্ট্রপুঞ্জের ভাবধারা প্রতিফলিত হয় না। এতে রাষ্ট্রপুঞ্জের প্রোটোকলও ভাঙা হয় না।’’ প্রিয়ঙ্কার পাশে দাঁড়িয়েছেন আয়ুষ্মান খুরানা, কঙ্গনা রানাউত প্রমুখ শিল্পীরা।