Priyanka Chopra

Priyanka-Nick: সমুদ্রের নোনা হাওয়ায় মাখামাখি নিক-প্রিয়ঙ্কা! চুম্বনে-আশ্লেষে জুটিতে ছুটির সোহাগ

নির্জন দ্বীপে নিভৃতে ছুটি কাটাতে এসেছেন নিক-প্রিয়ঙ্কা। সপ্তাহান্তে ফিরে গিয়েছেন প্রেমের শুরুর দিনগুলোয়। কী শান্তি!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ১২:২০
Share:

সেই শুরুর দিকের মতো মুগ্ধতায় বুঁদ হয়ে আছেন নিক-প্রিয়ঙ্কা

কন্যা মালতী বড় হচ্ছে। তাকে দাদু-দিদিমার হাতে দিয়ে এখন অনেকটাই নিশ্চিন্ত প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস। নিভৃতযাপনের সুযোগ খুঁজছিলেন দুটিতে। হঠাৎই বেরিয়ে পড়লেন ঝটিকা সফরে। সপ্তাহান্তে পাড়ি আটলান্টিক মহাসাগরের বুকে। ব্রিটিশ শাসিত টার্কস্‌ ও কেইকোস দ্বীপপুঞ্জে গিয়ে শরীর এলিয়ে দিলেন তারকাদম্পতি।

Advertisement

সময় যেন এক লহমায় থমকে দাঁড়িয়েছে। সেই শুরুর দিকের মতো মুগ্ধতায় বুঁদ হয়ে আছেন নিক-প্রিয়ঙ্কা। সমুদ্রসৈকতে নোনা বাতাসে ছুটে বেড়াচ্ছেন বলিউড অভিনেত্রী। যেন মুক্তপ্রাণ! কখনও সূর্য সাক্ষী রেখে চুম্বন এঁকে দিচ্ছেন নিকের ঠোঁটে। একরাশ প্রেম নিয়ে নিকও অপলক তাকিয়ে স্ত্রীর দিকে। আশ্লেষে ছুঁয়ে একে-অন্যকে। জলে ভাসছেন, সমুদ্রের নুন মাখামাখি হয়ে যাচ্ছে যুগল শরীরে।

জুটিতে ছুটির সোহাগ

পড়ন্ত রোদেও তাঁদের জলকেলির অন্ত নেই। দিগন্ত পেরিয়ে ডুবন্ত সূর্যের দিকে ছুট। বাঁধনহারা প্রিয়ঙ্কার মাদকতা নিকের চোখেমুখেও। হোটেলের ঘরে ঘুমন্ত স্ত্রীর শরীরে যখন রোদের আঁকিবুকি, সেই মুহূর্তও ধরে রাখছেন ক্যামেরায়। শেষ কবে একসঙ্গে এ ভাবে কাটিয়েছেন কে জানে! ফিরে আসতে মন চায় নাকি!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement