নবদম্পতি: খ্রিস্টান রীতিতে বিয়ে হল শনিবার। মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে আজ হিন্দু রীতি মেনে ফের বিয়ে প্রিয়ঙ্কা চোপড়ার। শুক্রবার জোধপুরের উমেদ ভবনে অনুষ্ঠিত মেহেন্দি-পর্বের এই ছবি শনিবার ইনস্টাগ্রামে পোস্ট করেন প্রিয়ঙ্কা নিজেই। এপি
অবশেষে চার হাত এক হল। যোধপুরের উমেদ ভবনে পরিবার আর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে আজ ক্যাথলিক ধর্মমতে বিয়ে হল প্রিয়ঙ্কা চোপড়া এবং মার্কিন পপ তারকা নিক জোনাসের। আগামী কাল ভারতীয় প্রথা ও হিন্দু রীতি মেনে বিয়ে হওয়ার কথা তাঁদের। আজকের বিয়ের তত্ত্বাবধানে ছিলেন নিকের বাবা পল কেভিন জোনাস সিনিয়র।
‘নিকিয়াঙ্কা’র (সোশ্যাল মিডিয়ায় এখন এই নামেই ডাকা হচ্ছে নব দম্পতিকে) বিয়ে উপলক্ষে গত দু’দিন ধরেই সাজ সাজ রব উমেদ ভবনে। গোটা প্রাসাদটিই বেশ কয়েক দিনের জন্য ‘বুক’ করে রাখা হয়েছে এই বিয়ের জন্য। তবে গোটা অনুষ্ঠান থেকে সংবাদমাধ্যমকে দূরে রাখতে চেয়েছেন নিক-প্রিয়ঙ্কা দু’জনেই। তাই
উমেদ ভবন জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা। অতিথিদেরও বলা হয়েছে, ক্যামেরা-ফোন নিয়ে যেন না আসেন।
বৃহস্পতিবার জোধপুর পৌঁছেছিলেন নিক-প্রিয়ঙ্কা। সঙ্গে ছিলেন দু’জনের পরিবারের সদস্যেরা। কাল সকালে আসেন বেশ কিছু বলিউড সেলিব্রিটি। যাঁদের মধ্যে ছিলেন সলমন খানের বোন অর্পিতাও। কাল রাতে জোধপুর পৌঁছন মুকেশ অম্বানী ও তাঁর পরিবার। বিমানবন্দরে হাসিমুখে ছবি তুলতে দেখা গিয়েছে মুকেশের স্ত্রী নীতা, ছেলে অনন্ত, মেয়ে ইশাকে। হবু স্ত্রীকে নিয়ে জোধপুরে এসেছেন মুকেশের আর এক ছেলে আকাশও। বিমানবন্দরে দেখা গিয়েছে ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়কেও। ফলে অনুষ্কা-দীপিকার মতো প্রিয়ঙ্কাও সব্যসাচীর পোশাক পরছেন কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
রোশনাই: নিক-প্রিয়ঙ্কার বিয়ে উপলক্ষে আতসবাজির প্রদর্শনী। রয়টার্স
আজ নিক-প্রিয়ঙ্কা তাঁদের ক্যাথলিক বিয়ের জন্য বেছে নিয়েছিলেন আন্তর্জাতিক ডিজাইনার রাল্ফ লরেনের পোশাক। ২০১৭-র মেট গালা-য় এই ডিজাইনারের পোশাক পরেই নজর কেড়েছিলেন ওঁরা। তার কিছু দিন পরেই দু’জনের সম্পর্ক প্রকাশ্যে আসতে শুরু করে। বছরখানেকের মাথায় দু’জনেই সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের কথা স্বীকার করে নেন। দু’জনের বয়সের ফারাক নিয়ে আলোচনা কম হয়নি। তবে প্রথম থেকেই অবিচল ছিলেন ‘নিকিয়াঙ্কা’। নিক নিজে ভারতে দেখা করেছিলেন প্রিয়ঙ্কার মায়ের সঙ্গে। নিকের সঙ্গে সেই সময়েই গোয়া ঘুরতে যান প্রিয়ঙ্গার ভাই সিদ্ধার্থ আর বোন পরিণীতি। এ বছরের মাঝামাঝি দুই পরিবারের দেখা-সাক্ষাতের পরে হয় রোকা অনুষ্ঠান। তার কিছু পরে নিজেদের বিয়ের তারিখ ঘোষণা করেন নিক-প্রিয়ঙ্কা। আজ ওই ডিজাইনার সংস্থার তরফেও টুইটারে নবদম্পতির একটি পুরনো ছবি পোস্ট করে শুভেচ্ছা জানানো হয়।
এ দিন জানা গিয়েছে, গত কাল বেশ জাঁকজমকের সঙ্গেই পালিত হয়েছে নিকিয়াঙ্কা-র সঙ্গীত অনুষ্ঠান। এলাহি খাওয়া-দাওয়া আর পানীয়ের আয়োজনের সঙ্গেই ছিল নাচ গানের অনুষ্ঠান। গোলাপি লেহঙ্গা পরে নিকের জন্য একটি গানে নেচেছেন প্রিয়ঙ্কা। নিকও তাঁর ‘লেডি লভ’-এর জন্য নেচেছেন। জোধপুরের আকাশে পুড়েছে প্রচুর আতসবাজি। কাল ভারতীয় বিয়েতে আর কী কী দেখা যায়, তারই অপেক্ষায় ভক্তেরা।