বন্ধ সিনেমা হল চালুর দাবি

দেশ জুড়ে যখন ‘শিল্প ধর্মঘট’ চলছে, তখনই রাজ্যের চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে নবান্নে গেলেন টলিউড তারকারা। বাংলার চলচ্চিত্র শিল্পীরা বলছেন, পশ্চিমবঙ্গে ১১০০টি সিনেমা হল ছিল। বন্ধ হতে হতে তা ৪০০-য় নেমেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৯
Share:

নবান্নে প্রসেনজিৎ ও দেব। বুধবার। —নিজস্ব চিত্র।

দেশ জুড়ে যখন ‘শিল্প ধর্মঘট’ চলছে, তখনই রাজ্যের চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে নবান্নে গেলেন টলিউড তারকারা। বাংলার চলচ্চিত্র শিল্পীরা বলছেন, পশ্চিমবঙ্গে ১১০০টি সিনেমা হল ছিল। বন্ধ হতে হতে তা ৪০০-য় নেমেছে। তাঁদের দাবি, বাংলা চলচ্চিত্র জগতকে আরও উন্নত করতে হলে বাংলা সিনেমা বেশি করে দেখানোর ব্যবস্থা করতে হবে। সে জন্যই বন্ধ হলগুলি ফের চালু করার দাবিতে রাজ্য সরকারের সাহায্য চাইলেন তাঁরা।

Advertisement

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন প্রসেনজিৎ, দেব, যিশু সেনগুপ্ত, গৌতম ঘোষ ও সৃজিত মুখোপাধ্যায়। প্রসেনজিৎ বলেন, ‘‘বাংলা চলচ্চিত্রের উন্নয়নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তিনি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।’’ সাম্প্রতিক কালে ১২টি বাংলা সিনেমা হিট হয়েছে বলে জানান দেব। গৌতম ঘোষ বলেন, ‘‘অন্ধ্র এবং তামিলনাড়ু সিনেমার বাজার ধরে নিয়েছে। অন্ধ্রে ২৫০০ হল আছে। বাংলায় ১১০০ থেকে বন্ধ হতে হতে এখন ৪০০টি। বাংলা চলচ্চিত্র নিয়ে প্রসেনজিৎ রিপোর্ট তৈরি করছেন। তা মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement