Deepika Padukone

অন্তঃস্বত্ত্বা দীপিকা চোখে হারাচ্ছেন কাকে! সমাজমাধ্যমে সরাসরি জানালেন তাঁকেই

প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন রণবীর-দীপিকা। তারই মধ্যে চলছে সমাজমাধ্যমে পরস্পরের প্রতি ভালবাসার প্রকাশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৪ ১৯:৩৩
Share:

দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।

সোশ্যাল মিডিয়ায় ভালবাসা প্রকাশ করতে কোনদিনই পিছপা ছিলেন না রণবীর-দীপিকা। এখন তাঁদের জীবন দাঁড়িয়ে রয়েছে নতুন মোড়ে। তাই অন্য মাত্রা পাচ্ছে সমাজমাধ্যমে প্রকাশিত নানা ছবি। প্রায় প্রতিদিনই হবু মা-বাবা ধরা পড়ছেন আলোকচিত্রীদের সামনে, দীপিকার মাতৃত্বকালীন পোশাক, ত্বকের জেল্লা হয়ে উঠছে আলোচনার বিষয়বস্তু। আবার কখনও অভিনেতা দম্পতিই ভাগ করে নিচ্ছেন তাঁদের মুহূর্ত।

Advertisement

সম্প্রতি দীপিকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করেছেন একটি মিষ্টি রিল। একটি কুকুরের ছবি বারবার ভেসে উঠছে সেখানে। রণবীরকে ট্যাগ করে দীপিকা লিখেছেন ‘আমার ভালবাসার মানুষটার দিকে ঠিক এই ভাবেই প্রতি পাঁচ মিনিট অন্তর তাকিয়ে দেখি আমি, কারণ সে মানুষটা বড় মিষ্টি, দারুন সুপুরুষ।’

দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং-কে বলিউডের অন্যতম সুন্দর দম্পতি হিসেবে চিহ্নিত করা হয়। প্রেম, বিয়ে আর এখন আগামী সন্তানের জন্য অপেক্ষা, বাজিরাও-মস্তানির রসায়ন ক্রমশ ঘনীভূত হয়েছে।

Advertisement

স্বামী রণবীর সিংহকে চোখে হারাচ্ছেন দীপিকা।

দীপিকাকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ফাইটার ছবিতে। এ ছবিতে তাঁর সঙ্গে ছিলেন হৃতিক রোশন, অনিল কাপুর এবং অন্যরা। এরপর মুক্তি পেতে চলেছে ‘কল্কি ২৮৯৮ এডি’। এ ছবিতে দীপিকা পর্দায় ধরা দেবেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, এবং দিশা পাটানির সঙ্গে। মুক্তির দিন সম্পর্কে অবশ্য এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।

তাছাড়া রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’-এও দেখা যাবে দীপিকাকে। অন্যদিকে রণবীর ধরা দেবেন ডন রূপে ‘ডন ৩’-তে। এছবিতে তাঁর সঙ্গে থাকবেন, কিয়ারা আডবানির, ফারহান আখতার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement