নানা রূপে প্রসেনজিৎ।
অন্য দিকে প্রসেনজিতকে একই সঙ্গে এত গুলো ভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করতে দেখে উত্তেজিত অনিরুদ্ধ। পরিচালক বললেন, “প্রসেনজিতের সঙ্গে ‘অপরাজিতা তুমি’র পর এ ভাবে কাজ করতে পেরে আমি ভীষণই খুশি”। এই বিজ্ঞাপনের শ্যুটের জন্য দিল্লি থেকে কলকাতা উড়ে এসেছিলেন পরিচালক।
জানা যাচ্ছে, মূলত অভিনবত্ব আনতেই একসঙ্গে চারটি চরিত্র নিয়ে বিজ্ঞাপনের কথা ভাবা হয়েছে। প্রসেনজিতের চরিত্রগুলির মধ্যে উত্তম কুমার, বিকাশ রায়ের মতো বাঙালির প্রিয় শিল্পীর ছোঁয়া থাকবে। তবে এতগুলি চরিত্রে মাত্র একজনকে নিয়ে শ্যুট করাটা সহজ ছিল না মোটেই। কলকাতায় শ্যুট ইতিমধ্যেই শেষ, বিজ্ঞাপনের বাকি অংশের কাজ হবে মুম্বইতে।
প্রসেনজিতের ‘নিরন্তর’ মুক্তি পেয়েছিল গত জুন মাসে। ২৫ ডিসেম্বর ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর কথা থাকলেও, আপাতত তিনি ফিরছেন না। বড়পর্দায় তাঁকে দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শককে। তবে তার মাঝেই এই বিজ্ঞাপন, বাঙালির ‘বুম্বাদা’ পৌঁছে যাবেন ঘরে ঘরে।
আরও পড়ুন: স্মৃতি ইরানির অতীত প্রতিদ্বন্দ্বী, ছোট পর্দার এই ডাক্তার এখন প্রবাসে ব্যস্ত ঘরকন্নায়