জিম প্রশিক্ষককে ৭৩ লক্ষ টাকা মূল্যের উপহার ‘বাহুবলী’ প্রভাসের! 

এ কথা প্রকাশ্যে আসতেও প্রভাস ফ্যানেরা প্রশংসায় পঞ্চমুখ। নিজের জন্য কিনলেও কোনও অভিনেতাকে সচরাচর এমনটা করতে দেখা যায়নি এর আগে। প্রভাস যদিও এ নিয়ে নিরুত্তাপ। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২০ ১৯:৪৯
Share:

প্রভাস।

সেলেবদের আজব খেয়ালের কথা প্রায়শই দখল করে নেয় পেজ-থ্রি’র হেডলাইন। কিন্তু তাই বলে নিজের জিম প্রশিক্ষককে ৭৩ লক্ষ টাকার ‘সারপ্রাইজ গিফট’! অবাক হচ্ছেন? আপনাদের প্রিয় ‘বাহুবলী’ ওরফে প্রভাস ঠিক এমন কাণ্ডই ঘটিয়েছেন।
প্রাক্তন বডিবিল্ডার, বর্তমানে প্রভাসের জিম ট্রেনার লক্ষ্মণ রেড্ডিকে অভিনেতা উপহার দিয়েছেন আস্ত একখানা রেঞ্জ রোভার। যার বাজার মূল্য ৭৩ লক্ষ ৩০ হাজার টাকা। রয়েছে অত্যাধুনিক সব ফিচার।

Advertisement

এ কথা প্রকাশ্যে আসতেও প্রভাস ফ্যানেরা প্রশংসায় পঞ্চমুখ। নিজের জন্য কিনলেও কোনও অভিনেতাকে সচরাচর এমনটা করতে দেখা যায়নি এর আগে। প্রভাস যদিও এ নিয়ে নিরুত্তাপ।

অন্যদিকে কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই রাধা কৃষ্ণ কুমারের ‘রাধে শ্যাম’-এর শুট শুরু করতে চলেছেন অভিনেতা। দিন কয়েক আগে পরিচালক লেখেন, “সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও শুট শুরু করতে চলেছি। খুবই উত্তেজিত গোটা টিম”। ওই ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করবেন পূজা হেগড়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement