Prabhas

সরযূ নদীর তীরে ধনুকে বাণ জুড়েছেন প্রভাস, ডেকে আনছেন বজ্রবিদ্যুৎ! আসছে নতুন ছবি

পোস্টার প্রকাশ্যে এল ‘আদিপুরুষ’ ছবির। রামচন্দ্রের ভূমিকায় দক্ষিণী তারকা প্রভাস। সরযূ নদীর তীর থেকে ঐতিহাসিক যাত্রা শুরু করতে চলেছেন তিনি। সেই সফরে সকলকে আহ্বান জানিয়েছেন নির্মাতারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪৫
Share:

আগামী ২ অক্টোবর মুক্তি পাবে ‘আদিপুরুষ’-এর প্রথম টিজার।

সমুদ্র ফুঁসছে। সৈকতে হাঁটু গেড়ে বসেছেন রামচন্দ্র। ধনুকে তির জুড়ে নিশানা করেছেন আকাশে। নামিয়ে আনছেন বজ্রবিদ্যুৎ। শুক্রবার নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল সেই পোস্টার। পরিচালক ওম রাউতের নতুন ছবি ‘আদিপুরুষ’-এর ঝলক প্রকাশ্যে এল।

Advertisement

রামচন্দ্রের ভূমিকায় দক্ষিণী তারকা প্রভাস। অযোধ্যায় সরযূ নদীর তীর থেকে ঐতিহাসিক যাত্রা শুরু করতে চলেছেন তিনি। পোস্টারে সেই সফরে সকলকে আহ্বান জানিয়েছেন নির্মাতারা। পোস্টারগুলি ইংরেজি, তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায় প্রকাশিত হয়েছে।

আগামী ২ অক্টোবর মুক্তি পাবে ‘আদিপুরুষ’-এর প্রথম টিজার। সঙ্গে একটি নতুন পোস্টারও। সন্ধ্যা ৭টা বেজে ১১ মিনিটের মাহেন্দ্রক্ষণটি স্মরণে রাখার অনুরোধ জানালেন প্রভাস। ব্যক্তিগত ভাবেও অনুরাগীদের আহ্বান করলেন তাঁর নতুন যাত্রায় পাশে থাকার জন্য।পুরাণাশ্রিত বহুভাষিক ছবিটি মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত। ‘বাহুবলী’-র অভিনেতা প্রভাস এ ছবির মূল আকর্ষণ। যদিও লঙ্কার রাজার ভূমিকায় অভিনয় করেছেন সইফ আলি খান। ‘তনহাজি’-র পর পরিচালক রাউতের সঙ্গে এটি তাঁর দ্বিতীয় কাজ। সীতার চরিত্রে অভিনয় করেছেন কৃতি স্যানন।

Advertisement

২০২৩ সালের জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘আদিপুরুষ’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement