Pori Moni

ক্ষত পূরণ হচ্ছে ধীরে ধীরে! পরীমনির জীবনে নতুন প্রেমের শান্তি এনে দিলেন কে?

দুই ছেলেমেয়ে নিয়ে সংসার। পরীর সেই সংসারে প্রবেশ ঘটেছে আরও এক নতুন মানুষের। তার কারণেই নাকি মন শান্ত হচ্ছে, ক্ষতে মলম পড়েছে অভিনেত্রীর! কিন্তু কে সেই পুরুষ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৮:৩৮
Share:
PoriMoni Gave hint about love of her life introduce her as A healer

পরীমনির জীবনে নতুন প্রেমিক? ছবি: সংগৃহীত।

বাংলাদেশের চর্চিত অভিনেত্রী পরীমনি। নিজের কর্মজীবনের তুলনায় ব্যক্তিগত জীবনের কারণে বার বার থেকেছেন প্রচারের আলোয়। অভিনেত্রীজীবনে প্রেম যেমন এসেছে, তেমনই প্রেম ভেঙেছে তাঁর। কিন্তু কোনও লুকোচুরি নেই অভিনেত্রীর, সম্পর্ক ভাঙা বা গড়া সবটাই প্রকাশ্যে। হেঁয়ালি ভালবাসলেও পরী লুকোন না কিছুই। গত বছর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন। আপাতত দুই ছেলেমেয়ে নিয়ে সংসার। এ বার পরীর সংসারে প্রবেশ ঘটেছে আরও এক নতুন মানুষের। তার কারণেই নাকি মন শান্ত হচ্ছে, ক্ষতে মলম পড়েছে অভিনেত্রীর। তাঁর প্রতি এ বার ভালবাসা জাহির করলেন সমাজমাধ্যমে।

Advertisement

প্রেম দিবসের দিন কয়েক আগে হঠাৎই নিজের দেশের গায়ক শেখ সাদীর সঙ্গে নাম জড়িয়েছিল নায়িকার। একটি মামলার সাক্ষ্য দিতে আদালতে তলব করা হয় পরীমনিকে। গরহাজিরার কারণে বাংলাদেশের নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। সেই সময় তাঁর জামিনের ব্যবস্থা করেছিলেন গায়ক। আদালতে পরীমনির পাশে দেখা গিয়েছিল সাদীকে। মিষ্টি চেহারার যুবক প্রকাশ্যে প্রেমের কথা জানাতেই শুরু হয় শোরগোল। যদিও সে বার সবটা অস্বীকার করেন পরীমনি। কিন্তু তার পর থেকেই প্রেম নিয়ে নানা হেঁয়ালি পোস্ট করে থাকেন তিনি সমাজমাধ্যমে।

এ বার যেন প্রেমপ্রস্তাব দিয়ে বসলেন নিজের জীবনের প্রিয় মানুষটিকে। পরীমনি সমাজমাধ্যমে লেখেন, “শুরুর সময়ে শেষ হওয়া কিছুতেই কিছু রয়ে যায় না। বরং একটা পরী (তোমাকে) তার রূপকথার জগৎ ফিরে পায়। সমস্ত জগতের আনন্দ নিয়ে বার বার ফিরে পায়। তোমাকে বড্ড ভালবাসি আমার ক্ষতের প্রলেপ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement