৬৬ বছরে মা হলেন মহিলা। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
আলেকজান্দ্রা হিল্ডব্র্যান্ডের বয়স ৬৬ বছর। এই বয়সে মা হলেন জার্মানির প্রৌঢ়া। দশম বার সন্তানের জন্ম দিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ১৯ মার্চ সি-সেকশন হয় আলেকজান্দ্রার। স্বাভাবিক ভাবেই গর্ভধারণ করেন তিনি। কৃত্রিম উপায় (আইভিএফ) অবলম্বন করতে হয়নি। মা এবং সদ্যোজাত পুত্র ফিলিপ, দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন। জন্মের সময় ফিলিপের ওজন ছিল প্রায় সাড়ে তিন কেজি।
৭০ দশকে প্রথম বার মা হয়েছিলেন আলেকজান্দ্রা। কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। সেই কন্যার বয়স এখন ৪৬। তার পরে আরও আট সন্তানের জন্ম দিয়েছিলেন আলেকজান্দ্রা। প্রত্যেক বারই করা হয়েছিল অস্ত্রোপচার। ৫০ বছর বয়সে নবম সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। তার পরে কেটে গিয়েছে ১৬ বছর। ১৯ মার্চ আবার সন্তানের জন্ম দিলেন তিনি।
একটি সংবাদমাধ্যমকে আলেকজান্দ্রা বলেন, ‘‘বড় পরিবার সত্যিই দারুণ। কিন্তু সন্তানদের ভাল ভাবে পালন করাও প্রয়োজন।’’ তিনি জানিয়েছেন, বরাবরই স্বাস্থ্যকর খাবার-দাবার খান তিনি। কোনও নেশা করেন না। নিয়মিত সাঁতার কাটেন, দৌড়ান। তাঁর চিকিৎসক উলফগ্যাং হেনরিখ জানিয়েছেন, সন্তানধারণের সময়ে কোনও সমস্যাই ছিল না আলেকজান্দ্রার।
২০২৩ সালে উগান্ডায় ৭০ বছর বয়সে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন সাফিনা নামুকওয়া। যদিও আইভিএফ পদ্ধতিতে সন্তানধারণ করেছিলেন তিনি।