Poonam Pandey

অভিযোগ উধাও! স্বামীর সঙ্গে আবার মিল পুনম পান্ডের

নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যান সদ্য বিবাহিত পুনম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০ ১২:৫৫
Share:

দীর্ঘ এক সপ্তাহের কুৎসিত লড়াইয়ের পর মিল হল স্যাম-পুনমের। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বিয়ের এক মাসও কাটেনি। তার মধ্যেই স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে থানায় শ্লীলতাহানি এবং শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন পুনম পান্ডে। স্ত্রী-এর অভিযোগে গ্রেফতার অবধি হতে হয় স্যামকে।

তার পর? কহানি মে টুইস্ট। নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যান সদ্য বিবাহিত পুনম। যে স্বামীকে জেল অবধি টেনে নিয়ে যাওয়ার সব রকম বন্দোবস্ত করে ফেলেছিলেন, হঠাৎ তাঁর হয়েই কথা বলতে শোনা যাচ্ছে মডেল-অভিনেত্রীকে। দীর্ঘ এক সপ্তাহের কুৎসিত লড়াইয়ের পর মিল হল স্যাম-পুনমের। অন্তত সে রকমই বলছে স্যামের ইনস্টগ্রাম।

Advertisement

রবিবার স্যাম ইনস্টাগ্রামে তাঁদের বিয়ের একটি ছবি পোস্ট করেন। তার পর থেকেই তাঁদের মিল হওয়ার জল্পনা শুরু হয়। সেই জল্পনাতেই সিলমোহর পড়ে যখন পুনম মুখ খোলেন। মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে পুনম জানান, স্বামীর সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাওয়ায় তিনি 'ভীষণ খুশি'।

সুর কিছুটা নরম করে পুনম বলেন, তাঁরা নিজেদের সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে্ন। অনেকাংশে তা মিটেও গেছে। স্যাম স্ত্রীর সুরে সুর মিলিয়ে বলেন, এই পুরো বিষয়টি ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি এবং তা অতিরঞ্জিত করে দেখানো হয়েছে। এখন সব কিছু মিটমাট করে তাই তাঁরা আবার ‘একসঙ্গে’। বিয়ের এক মাসের মধ্যেই যে সমস্যার জন্য তাঁকে থানার চৌকাঠ পেরোতে হয়েছে, তা এক রকম ভাবে ভুলেই গিয়েছেন স্যাম।

দু’বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন স্যাম এবং পুনম।

Advertisement

পুনমের কথায়, তাঁরা দু’জন দু’জনকে খুবই ভালবাসেন। সহজ ভাবেই প্রশ্ন রাখেন, “কোন বিয়েতে ওঠা-পড়া থাকে না বলুন তো?” স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, পরিবারের মধ্যস্থতায় কি ফের দু’জনের এক হওয়া? পুনমের স্পষ্ট উত্তর, “পরিবার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সমস্যা শুধু মাত্র আমরা দু’জনেই সামলেছি।”

দু’বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন স্যাম এবং পুনম। বিয়ের পর হনিমুনের জন্য গোয়ায় উড়ে যেতেই এই বিপত্তি। কিন্তু রাগারাগির মেঘ কাটিয়ে এখন শুধুই ভালবাসার রোদ এই নতুন দম্পতির আকাশে।

আরও পড়ুন: বিদ্যাসাগর, মাইকেলের হাত ধরে এক সুরে অনুপম-অনির্বাণ

আরও পড়ুন: কর্ণদের পার্টি নিয়ে তদন্ত নয়, জানাল এনসিবি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement