Pooja Hegde

Pooja Hegde: উড়ানে চরম দুর্ব্যবহার, টুইটারে ক্ষোভ উগরে দিলেন পূজা

মুম্বইয়ের উড়ানে দুর্ব্যবহারের শিকার। বিমান সংস্থার হেনস্থা নিয়ে টুইটে সরব পূজা হেগড়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুন ২০২২ ১১:৩২
Share:

চরম হেনস্থার শিকার পূজা

'অসভ্য, অভদ্র— এমন ব্যবহার পাব আশা করিনি।' বৃহস্পতিবার নিজের টুইটারে এক বেসরকারি বিমান সংস্থার কর্মীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পূজা হেগড়ে।

Advertisement

মুম্বই থেকে নিজের গন্তব্যে যাচ্ছিলেন অভিনেত্রী। যাত্রাপথেই উড়ানের এক কর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ পূজার। সেই ঘটনার কথাই টুইটারে লিখে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন নায়িকা।

টুইটে পূজা লেখেন, 'আমাদের সঙ্গে খুবই দুর্ব্যবহার করা হয়েছে... উড়ানে এক কর্মী জঘন্য ব্যবহার করেন। সঠিক আচরণ দূরে থাক, বরং উপেক্ষা করেছেন। আমি এ ভাবে সাধারণত টুইট করি না। কিন্তু আজ লিখতে বাধ্য হলাম।'

Advertisement

নায়িকা টুইট করা মাত্রই জবাব আসে সংস্থার পক্ষ থেকে। বিমান সংস্থা জানায়, 'আমরা খুবই দুঃখিত। দয়া করে আপনার পিএনআর নম্বর এবং যোগাযোগ নম্বর আমাদের মেল করুন। আমরা দ্রুত ব্যবস্থা নেব।'

এই মুহূর্তে সলমন খানের সঙ্গে 'কভি ইদ, কভি দিওয়ালি'র শ্যুটিংয়ে ব্যস্ত পূজা। রোহিত শেট্টির ছবি 'সার্কাস'-এও দেখা যাবে তাঁকে। অভিনেত্রীকে শেষ বার দেখা গিয়েছে 'রাধে শ্যাম' ছবিতে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement