Pooja Bhatt on Saif Ali Khan's incident

‘সত্যিই হামলা হয়েছিল?’ সইফের হয়ে ‘ষড়যন্ত্রের অনুসন্ধানকারী’দের তোপ পূজা ভট্টের

সাহসের জন্য সইফকে কুর্নিশ জানিয়েছেন অনুরাগীরা। তবে বিভিন্ন মহলে উঠছে নানা বিতর্কিত প্রশ্ন। এমন প্রশ্নও উঠছে, সত্যিই কি সইফের উপর হামলা হয়েছিল?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৮:১৩
Share:

সইফের বিষয় নিয়ে এ বার মুখ খুললেন পূজা ভট্ট। ছবি: সংগৃহীত।

মঙ্গলবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সইফ আলি খান। সাদা শার্ট ও ডেনিম প্যান্ট পরে অভিনেতা বাড়িতে প্রবেশ করেছিলেন সিংহবিক্রমে। শার্টের ফাঁক থেকে ঘাড় ও হাতের ব্যান্ডেজ দেখা যাচ্ছিল। কিন্তু তাঁর চলাফেরায় আঘাতের কোনও ছাপ ছিল না। মাথা উঁচু করে ছবিশিকারিদের দিকে হাত নাড়তে নাড়তে বাড়িতে ফেরেন তিনি। এই সাহসের জন্য তাঁকে কুর্নিশ জানিয়েছেন অনুরাগীরা। তবে বিভিন্ন মহলে উঠছে নানা বিতর্কিত প্রশ্ন। এমন প্রশ্নও উঠছে, সত্যিই কি সইফের উপর হামলা হয়েছিল?

Advertisement

এই প্রসঙ্গে এ বার মুখ খুললেন পূজা ভট্ট। নিন্দকদের মতে, সইফের এই ঘটনায় নাকি লুকিয়ে রয়েছে বড় ষড়যন্ত্র। সেই সব নিয়েই পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী। পূজার চোখে পড়েছে, যাঁরা আহত অবস্থায় অটোয় চড়ে হাসপাতালে যাওয়ার জন্য প্রশংসা করছিলেন, তাঁরাই অন্য রকম প্রতিক্রিয়া দিচ্ছেন সইফ বাড়ি ফেরার পরে।

পূজা সংবাদমাধ্যমকে বলেছেন, “যে মানুষটা আহত ও সন্ত্রস্ত অবস্থায় নিজে হাসপাতালে প্রবেশ করলেন, তাঁর অবশ্যই নিজে পায়ে হেঁটে হাসপাতাল থেকে বেরিয়ে আসার ক্ষমতা রয়েছে। আমাদের এর জন্য করতালি দেওয়া উচিত, ষড়যন্ত্রের অনুসন্ধানী না হয়ে।”

Advertisement

গত সপ্তাহে সইফের বাড়িতে মধ্যরাতে হামলা করে এক দুষ্কৃতী। চুরির উদ্দেশ্য নিয়েই শরিফুল নামের এক ব্যক্তি ঢুকে পড়েছিলেন, এমনই জানিয়েছে মুম্বই পুলিশ। সেই রাতে সইফ বাধা দিতে গেলে তাঁর উপর চড়াও হন শরিফুল নামে সেই হামলাকারী। ছ’বার ছুরিকাঘাতে রক্তাক্ত করেন অভিনেতাকে। জানা যাচ্ছে শরিফুল বাংলাদেশের বাসিন্দা। অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement