পরীমণি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধৃত বাংলাদেশের অভিনেত্রী পরীমণি। পক্ষে-বিপক্ষে দেশ উত্তাল। এই পরিস্থিতিতে পরীমণির জামিনের দ্বিতীয় আবেদনের শুনানি ছিল বুধবার। এক দিন পিছিয়ে আগামী বৃহস্পতিবার হবে এই শুনানি।
পরীমণিকে আরও পাঁচ দিন হেফাজতে রাখতে চায় সিআইডি। বুধবার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা এই আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত রিমান্ড শুনানির দিন ধার্য করেন ১৯ অগস্ট। একই সঙ্গে জামিন শুনানিও হবে এ দিন।
আদালতে উপস্থিত নির্মীয়মাণ চলচ্চিত্র 'প্রীতিলতা'র পরিচালক রাশিদ পলাশ জানান, "সব কাগজপত্র নিয়ে এসেছিলাম। আদালতে পেশ করতাম। পরীমণি জামিনে মুক্তি না পেলে শ্যুটিং বন্ধ হয়ে যাবে। অনেক ক্ষতির মুখে পড়ব। কাল আবার আসব।"
উল্লেখ্য, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের শহিদ স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন অবলম্বনে নির্মীয়মাণ এই ছবির নামভূমিকায় অভিনয় করছেন পরীমণি।