‘বেনারসি সাগা’
‘নুসরতের স্বামী’। কেবল এই নামে পরিচিত নন নিখিল। তার উপরে সম্পর্কের তাল কেটেছে। তাঁর পরিচয় কাজে।নুসরতকে জড়িয়ে তাঁর সম্পর্ক ঘিরে বিতর্ককে সম্পূর্ণ পিছনে ফেলে নিজস্ব বিপণন সংস্থার শাখা-প্রশাখা বাড়িয়ে তুলছেন তিনি। নতুন বছরে আনন্দবাজার ডিজিটালের জন্য নতুন মুখ নিয়ে নিখিল তাঁর পয়লা বৈশাখের পসরা সাজিয়ে দিলেন।
‘ইউভ’, ‘পানাস’, ‘রঙ্গোলি’— নিজের ৩টি ব্র্যান্ডকে আলাদা আলাদা ভাবে পরিচিতি দিতে চান তিনি। কোন বয়সের মানুষ কোন পোশাক পছন্দ করবেন এবং সেটা সহজে কিনতে পারবেন, সে কথা মাথায় রেখেই তাঁর এই বৈশাখী ভাবনা। তাঁর বিপণির একটি শাখা যেমন নতুন প্রজন্মের পোশাক নিয়ে পরীক্ষানিরীক্ষা করবে, তেমনই অপর একটি শাখায় নিখিল জানালেন, ‘‘সাড়ে ৩ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে পছন্দের পোশাক পাওয়া যাবে। সব ধরনের মানুষ নিজেদের চাহিদা মতো যাতে আমাদের পোশাক কিনতে পারে, সেই ব্যবস্থাই হচ্ছে।’’
‘পানাস’-এর পোশাক
বাংলার নতুন বছরে ‘বেনারসি সাগা’ নাম নিয়ে তিনি ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে মিশিয়ে দিচ্ছেন। নিখিল বলছেন, ‘‘আজকাল শুধু বিয়ে বাড়িতেই লোকে বেনারসি পড়েন না। পার্টিতে বা বিশেষ কোনও অনুষ্ঠানেও বেনারসির চাহিদা দিন দিন বাড়ছে।’’
বৃহস্পতিবার নববর্ষ উপলক্ষে তাঁর একটি শাখার উদ্বোধন হল কলকাতা-সহ বিভিন্ন শহরে। মুখ হিসেবে কাজ করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সৌরসেনী মৈত্র, তনুশ্রী বিশ্বাস এবং তনিশা। আর কিছু দিন পরেই মডেল সঞ্জনা বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাবে এই বিপণনের পোশাকে সেজে উঠতে।
‘পানাস’-এর পোশাক
তবে কি ম়ডেল পরিবর্তনটা আসলে ব্যবসার মন্ত্র? নুসরত জাহানকে বাদ দেওয়ার কারণ কী? নিখিলের সাফ কথা, ‘‘আমাদের মধ্যে সব কিছু ঠিক থাকলেও নুসরতকে দিয়েই পয়লা বৈশাখের শ্যুট করাতাম, বিষয়টা এমন নয়। কারণ ব্যবসায় নতুন নতুন মুখের মাধ্যমে পোশাক পরিচিতিটাই প্রধান শর্ত।’’
কেবল পয়লা বৈশাখেই নয়, পুজোতেও এই বিপণির নতুন নতুন সম্ভার নিয়ে সামনে আসবেন নিখিল জৈন।