তৈমুর ও জেহ-র সঙ্গে কেন দেখা করতে পারলেন না মোদী? ছবি: সংগৃহীত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মঙ্গলবার দেখা করতে গিয়েছিল কপূর পরিবার। রাজ কপূরের জন্ম শতবর্ষ উদ্যাপন উপলক্ষে দিল্লিতে শুরু হচ্ছে রাজ কপূর নামাঙ্কিত চলচ্চিত্র উৎসব। সেই উৎসবে মোদীকে আমন্ত্রণ জানাতে পৌঁছে গিয়েছিলেন রণবীর কপূর, করিনা কপূর খান, করিশ্মা কপূর, নীতু কপূর, আলিয়া ভট্ট, সইফ আলি খানেরা। বেশ কিছু ক্ষণ প্রধামন্ত্রীর অফিসে মোদীর সঙ্গে কথা বলেন কপূর পরিবারের সদস্যেরা। পুত্র তৈমুর ও জেহ্-র জন্য মোদীর থেকে তাঁর স্বাক্ষরও নিয়ে আসেন করিনা কপূর। কিন্তু একটি আক্ষেপ থেকে গেল খোদ প্রধানমন্ত্রীর।
কপূর পরিবারের সকলের সঙ্গে দেখা করলেও, মোদীর ইচ্ছে ছিল বিশেষ দু’জনের সঙ্গে দেখা করার। তারা আর কেউ নয়— করিনা ও সইফের দুই পুত্র তৈমুর আলি খান ও জেহ্ আলি খান। কপূর পরিবারের সঙ্গে মোদীর কথোপকথনের ভিডিয়ো প্রকাশ করা হয়েছে নরেন্দ্র মোদীর অফিসের পক্ষ থেকে। সেখনে মোদীর সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সকলে।
সইফ জানিয়েছেন, এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন। তবে মোদী তাঁর বাবা মনসুর আলি খান পাতৌদির সঙ্গে দেখা করেছেন। তাই প্রধানমন্ত্রীর ইচ্ছে ছিল সইফের পরের প্রজন্ম অর্থাৎ তৈমুর ও জেহ্-র সঙ্গে তাঁর দেখা হবে। সইফ সেই ভিডিয়োতে বলেছেন, “আপনিই প্রথম প্রধানমন্ত্রী যাঁর সঙ্গে আমি সাক্ষাৎ করলাম। আপনার চোখে চোখ রেখে ব্যক্তিগত ভাবে আপনার সঙ্গে দু’বার দেখা করলাম। আপনি খুবই ইতিবাচক মানুষ এবং আপনি খুবই পরিশ্রম করেন। আপনার কাজের জন্য শুভেচ্ছা জানাতে চাই।”
সইফ আরও বলেন, “আমাদের জন্য আপনার দ্বার মুক্ত করার জন্য এবং আমাদের সঙ্গে দেখা করার জন্য অসংখ্য ধন্যবাদ।” এর পরেই প্রধানমন্ত্রী বলেন, “আমি আপনার বাবার সঙ্গে দেখা করেছি। আমি ভেবেছিলাম, তৃতীয় প্রজন্মের সঙ্গেও আমার দেখা হবে। কিন্তু আপনি তো তৃতীয় প্রজন্মদের নিয়ে এলেন না।” এই বলেই হেসে ওঠেন মোদী। করিনা সঙ্গে সঙ্গে যোগ করেন, “আমি কিন্তু ওদের নিয়ে আসতে চেয়েছিলাম।”