পিঙ্কের প্রেমে

গোলাপী রঙ মানেই মেয়েলি—এই মিথ ভাঙছেন পুরুষরাও। লিখছেন মধুমন্তী পৈত চৌধুরী।শহর জুড়ে পিঙ্কের মরশুম। শাড়ি থেকে ড্রেস, ব্যাগ থেকে জুতো, চশমা থেকে সানগ্লাস—সবেতেই চাই পিঙ্কের ছোঁয়া। আসলে প্যাঁচপ্যাঁচে গরম হোক বা মন-খারাপের বৃষ্টি, ফুরফুরে বাসন্তী সকাল হোক বা হুঁকোর নেশা জড়ানো উষ্ণ উইনটার পার্টি—পিঙ্ক কিন্তু সব সময় ইন। ঋতু বদলের সঙ্গে বদলায় শুধু পিঙ্কের শেডস।

Advertisement
শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ০০:৪২
Share:

শহর জুড়ে পিঙ্কের মরশুম। শাড়ি থেকে ড্রেস, ব্যাগ থেকে জুতো, চশমা থেকে সানগ্লাস—সবেতেই চাই পিঙ্কের ছোঁয়া। আসলে প্যাঁচপ্যাঁচে গরম হোক বা মন-খারাপের বৃষ্টি, ফুরফুরে বাসন্তী সকাল হোক বা হুঁকোর নেশা জড়ানো উষ্ণ উইনটার পার্টি—পিঙ্ক কিন্তু সব সময় ইন। ঋতু বদলের সঙ্গে বদলায় শুধু পিঙ্কের শেডস।

Advertisement

বলিউডের গুলাবি গ্যাঙ

Advertisement

আশির দশকে ‘নীলা আসমান’ গানে (সিলসিলা, ১৯৮১) রেখার বেবি পিঙ্ক সালোয়ার হোক বা ‘এক দো তিনে’ (তেজাব, ১৯৮৯) মাধুরীর বাবলগাম শেডের ওয়ান-সোল্ডার টপ ও মিনি স্কার্ট, বলিউডে পিঙ্ক সব যুগেই হিট। তবে এখন বাজার কাঁপাচ্ছে হট পিঙ্ক। ‘লুঙ্গি ডান্সে’ (চেন্নাই এক্সপ্রেস, ২০১৪) দীপিকার হট পিঙ্ক শাড়ি তো ভোলার নয়! সেই হট পিঙ্ক শাড়িতে আবারও দেখা গিয়েছে কাজল ও কৃতি সাননকে দিলওয়ালে(২০১৫) ছবির ‘টুকুর টুকুর’ গানে।. হট পিঙ্ক বিকিনিতে জেন ওয়াই প্রজন্মকে ফ্ল্যাট করে দিয়েছেন আলিয়া ভট্ট (শানদার, ২০১৫)। পর্দার বাইরে পিঙ্ক ড্রেসে বেশি দেখা যায় প্রিয়ঙ্কা চোপরাকে। লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে ভিক্টোরিয়া বেকহ্যামের ডিজাইন করা হট পিঙ্ক ড্রেসে আবারও দেশি গার্ল বুঝিয়ে দিয়েছেন কেন তিনি বিদেশেও হিট! সর্বজিত (২০১৬) ছবির প্রোমোশনেও ঐশ্বর্যা রাই বচ্চনকে দেখা গিয়েছে পিঙ্ক ড্রেসে।

পিঙ্ক লিপস

কলেজ পড়ুয়া হোক বা কর্পোরেটে কর্মরতা—পিঙ্ক লিপস্টিক পরে পাউটের ছবি যদি এখনও ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট না করে থাকেন, তবে আপনি পিছিয়ে আছেন। সৌজন্যে সানি লিওনির হট পিঙ্ক লিপসের মায়াবী আমন্ত্রণ (হেট স্টোরি, ২০১৪)। অভিনেত্রী সোহিনী সরকারেরও পিঙ্ক লিপস্টিক নিয়ে রীতিমতো অবসেশন আছে।. ‘‘লিপস্টিক শপিংয়ে গিয়ে পিঙ্ক ছাড়া আমার কিছু চোখে পড়ে না। মর্নিং মেক আপে সানগ্লাস আর সঙ্গে পিঙ্ক লিপস্টিক হলেই চলে,’’ বললেন সোহিনী। ববি ব্রাউনের পিঙ্ক লিপস্টিক তাঁর বিশেষ পছন্দের।. মেক আপে পিঙ্ক কালার ব্যবহারের আগে চোখ রাখুন মেক আপ আটির্স্ট স্বরূপ সরকারের টিপসে:

● গরমের সকালে নুড বা পিচ কালারের পিঙ্ক লিপস্টিক পরলে ভাল।

● প্যাঁচপ্যাঁচে গরমে লিপ গ্লসের থেকে ম্যাট ফিনিসের লিপস্টিক ব্যবহার করাই ভাল।

● কমপ্লেকসন ফর্সা হলে ফ্লুরোসেন্ট পিঙ্ক লিপস্টিক। আর কমপ্লেকসন একটু ডার্কের দিকে হলে ডার্ক পিঙ্ক শেডের লিপস্টিক।

● পিঙ্ক লিপস্টিকের সঙ্গে মেক আপ হবে মিনিমাল।

● চোখে ও ঠোঁটে এক সঙ্গে পিঙ্ক ব্যবহার করবেন না।

● সকালের সাজে ম্যাট ফিনিস পিঙ্ক আই-শ্যাডো আর রাতে হলে স্পার্কেল আই-শ্যাডো।

● আই-শ্যাডো ব্যবহারের আগে আই-শ্যাডো প্রাইমার ব্যবহার করলে এফেক্ট আরও ভাল আসে।

পিঙ্কে পিঙ্কি

পিঙ্কের সঙ্গে মেয়েদের অনুষঙ্গ কবে কী ভাবে জুড়ে গিয়েছে, জানা নেই। তবে জেন ওয়াই শুধু বিয়ের পিঁড়িতে পিঙ্ক বেনারসীতে আটকে নেই। ক্যাসুয়াল থেকে ফর্মাল, ফাঙ্কি থেকে ট্র্যাডিশনাল—সবেতেই তারা চায় পিঙ্ক। ডিজাইনার অগ্নিমিত্রা পাল বলে দিচ্ছেন, শকিং পিঙ্ক দিয়ে কী ভাবে শক করবেন আপনার ফ্যান-ফলোয়ার্সদের:

● শকিং পিঙ্ক ট্যাঙ্ক টপ, তার উপরে হোয়াইট শার্ট আর ব্লু ডেনিম। কলেজের জন্য পারফেক্ট।

● যদি শকিং পিঙ্ক কালারটাকে একটু সাবডিউড করতে চান, তবে পরুন প্রিন্টেড শকিং পিঙ্ক। সঙ্গে পলাজো।

● লেয়ারিং করলে কালারটা চোখেও লাগবে না, আবার স্টাইলও করা হবে। ধরুন, সিঙ্গল কালার শকিং পিঙ্ক কুর্তা। সঙ্গে প্রিন্টেড গ্রে পলাজো। আর তার সঙ্গে ম্যাচ করুন গ্রে জ্যাকেট।

● লম্বা পিঙ্ক কুর্তা, সঙ্গে খাকি স্কার্ট। বা চলতে পারে উল্টোটাও।

● সিফন, জর্জেটে পিঙ্ক যদি একটু বেশি বাড়াবাড়ি মনে হয়, তবে বেছে নিন হ্যান্ডলুমের পিঙ্ক জাম্পস্যুট। স্টাইলও হবে। দেখাবে ইন্টালেকচুয়ালও।

● যদি পিঙ্ক পোশাকে কিন্তু-কিন্তু মনে হয়, তবে ট্রাই করুন অ্যাকসেসরিজে। এক হাত ভর্তি পিঙ্ক ব্যাঙ্গলস।. বা পিঙ্ক নেল আর্ট।

● পুরো হোয়াইট হাই-স্লিট গাউনের সঙ্গে পরে নিন পিঙ্ক স্টিলেটো আর পিঙ্ক মাসকারা।

● গাউনের একটা লেস বা ফুল বা পাতা,বা কাফ বা গলার কাজেও ইউজ করতে পারেন এক টুকরো শকিং পিঙ্ক।

● কোনও মনোক্রোম ড্রেসের সঙ্গে পিঙ্ক পাম্পস।

● বর্ষার দিনে নো মেক-আপ আর খোলা এলোমেলো চুলের সঙ্গে একটা বড় ঝোলা পিঙ্ক ব্যাগ—মুডটাকেও ভাল করে দেয় আর স্টাইলও হয় ফাটাফাটি।

● পিঙ্ক হ্যান্ডেলের বা পিঙ্ক ফ্রেমের চশমাও কিন্তু আজকাল ছেলে-মেয়েদের মধ্যে খুব চলছে।

পিঙ্কে পুরুষ

পিঙ্ক মানেই গার্লি—এই মিথ ভাঙছেন আজকের ফ্যাশন সচেতন জেন ওয়াই। ২০১৬-য় মেয়েদের পাশাপাশি ছেলেদের পোশাকে বেশি দেখা যাচ্ছে পিঙ্কের ব্যবহার। বলিউডেও জন আব্রাহাম, (নিউ ইয়র্ক) রণবীর কপূর, (আজব প্রেম কি গজব কাহানি), অভিষেক বচ্চনকেও দেখা গিয়েছে পিঙ্ক টি শার্ট-ব্লেজারে। ঘটনাক্রমে অভিষেকের কবাডি টিমের নামও আবার পিঙ্ক প্যান্থার। ডিজাইনার অভিষেক দত্ত বলে দিচ্ছেন কোন সময়ে পিঙ্কের কোন শেড পরবেন:

● ফর্মালে গ্রে বা হোয়াইট স্যুটের সঙ্গে পরতেই পারেন কোরাল পিঙ্ক শেডের শার্ট।

● ফ্লোরালের থেকেও পিঙ্কে চেক বা স্ট্রাইপস বেশি নজর কাড়ে।

● সন্ধ্যের পার্টিতে পরতে পারেন ফুসিয়া পিঙ্ক রঙের শার্ট।

● বিয়ে বা কোনও ট্র্যাডিশনালে পরতে পারেন পিঙ্ক কুর্তা বা বন্ধগলা।

● পিঙ্কের সঙ্গে সব সময় চাই নিউট্রাল কালার। যেমন, অফ হোয়াইট, গ্রে, আইভরি, খাকি।

ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পুজো চলে গেলেও বাঙালীর প্রেমে পড়তে কোনও মরশুম লাগে না। ঠিক তেমনই পিঙ্ক পরতে কোনও উপলক্ষের দরকার হয় না। এই রঙ আপনার প্রথম ও শেষ ভালোবাসা। প্রাক্তনের লিস্টে এর নো-এন্ট্রি!

মনে রাখবেন

● পিঙ্ক পোশাক পরার ইচ্ছে থাকলেও, কমপ্লেকসনের সঙ্গে মিলিয়ে তবেই পিঙ্কের শেড চুজ করবেন।

● পিঙ্কের সঙ্গে কনট্রাস্ট হিসেবে ব্ল্যাক, ফিরোজা, পার্পল—একেবারে নয়।

● আপনার স্টাইল স্টেটমেন্টে যে কোনও একটা ফিচার হাইলাইট করতে পিঙ্ক ব্যবহার করুন। হয় চোখ বা ঠোঁট, বা জুতো.—এক সঙ্গে সবেতে নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement