রজার ওয়াটারস।
অগ্নিগর্ভ দিল্লির আঁচ এই মুহূর্তে আন্তর্জাতিক। বিশ্বের অন্যতম জনপ্রিয় সঙ্গীত-ব্যক্তিত্ব রজার ওয়াটার্সের কণ্ঠেও ধ্বনিত হল নাগরিক পঞ্জি বিরোধী স্বর। একদা পৃথিবী কাঁপানো ব্রিটিশ রক ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’-এর প্রাক্তন সদস্য রজার প্রকাশ্য এক জনসভায় পাঠ করলেন ভারতীয় কবি ও সমাজকর্মী আমির আজিজের কবিতা ‘সব ইয়াদ রাখা যায়েগা’-র ইংরেজি তর্জমা। শুধু তাই নয়, নাগরিকত্ব সংক্রান্ত আইনকে ‘ফ্যাসিবাদী ও জাতিবৈষম্য সৃষ্টিকারী হিসেবেও বর্ণনা করলেন তিনি।
উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে লন্ডনে অনুষ্ঠিত এক জনসভায় এই কবিতাটি পাঠ করেন রজার। আমিরকে তিনি ‘ফ্যাসিবাদী ও জাতিবিদ্বেষী আইনের বিরুদ্ধে সংগ্রামরত এক তরুণ কবি’ বলে বর্ণনা করেন। কবিতাটিকে বর্ণনা করেন ‘ভারতীয় গণমানস থেকে উৎসৃত স্বর’ হিসেবে, ‘শেকল ভাঙার গান’ হিসেবে।
আমির আজিজের মূল কবিতা (অংশ) ও তার ইংরেজি তর্জমা
প্রতিবাদী কণ্ঠ হিসেবে রজারের আজ কিংবদন্তি। ১৯৭০ দশকের বিশ্বময় ঝোড়ো হাওয়ায় ভেসে বেড়িয়েছিল তাঁর রচিত ও গীত গানগুলি। যুদ্ধ বিরোধীতা থেকে মগজ-নিয়ন্ত্রণের রাজনীতি— সব কিছুর বিরুদ্ধেই তিনি কলম ধরেছেন, গিটার ধরেছেন। দেওয়ালের একটা ইট হয়ে বেঁচে থাকা অস্তিত্বকে ভাঙতে শিখিয়েছে তাঁর গান। আজ ‘আজাদি’-র স্লোগানেও সামিল তিনি। বোঝা যাচ্ছে দমনকারী শক্তির বিরুদ্ধে দাঁড়াতে আজও পিছপা নন এই ৭৬ বছরের যুবক।
শুনুন রজারের কণ্ঠে কবিতা পাঠ
আমির আজিজের কণ্ঠে শুনুন কবিতা